রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে উৎসব।

Spread the love

রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে উৎসব।


শুভদীপ মন্ডল বাঁকুড়া:—পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিজয়া সম্মেলনী উৎসব উদযাপিত হল রাইপুর ডি আর এম এস ল্যাম্পস এর হিমঘরের শেডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মন্ডি ,বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তারাশঙ্কর রায়। বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার। বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরুপ খা, বাঁকুড়া সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় মন্ডল ,জেলা পরিষদ সদস্য রাজকুমার সিংহ। দলীয় নেতৃত্ব গৌতম বিশ্বাস , শান্তি নাথ মন্ডল, শ্যামল কর, রাইপুর ব্লক আইএনটিটিইউসি সভাপতি সভাপতি মান সিং মাহাতো ,রাইপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু। বর্তমান বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, রাইপুর পঞ্চায়েত সমিতি সভাপতি পদ্মিনী মুর্মু , সুলেখা মাহাতো, জেলা পরিষদ সদস্য কালিপদ সরেন রায়পুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য ও কর্মাধ্যক্ষ চন্ডী লাহা সহ দলীয় নেতৃত্ব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন যুব সভাপতি রাজকুমার সিংহ বলেন আমাদের দলীয় কর্মীদের পদাধিকারীদের মধ্যে কিছু কিছু মানুষের আত্ম অহংকার লক্ষ্য করা যাচ্ছে এই আত্ম অহংকারকে বিসর্জন দিতে হবে। আমাদের প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে তাদের অভাব অভিযোগের কথা শুনতে হবে। আমাদের নিজেদের মধ্যে যদি কোন রকম মান অভিমান থাকে তা ভুলে যেতে হবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। মন্ত্রী জোৎস্না মান্ডি বলেন মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীর কথা চিন্তা করেন তিনি কোন দলাদলি করেন না তার যে জনমুখী প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলি থেকে সমস্ত দলের কর্মীরা সুবিধা ভোগ করেন। তাই সাধারণ মানুষের কাছে আমাদের দিদির এই জনমুখী প্রকল্পগুলি কথা বারে বারে তুলে ধরতে হবে এবং তাদের বোঝাতে হবে দিদি না থাকলে এই প্রকল্পগুলির সুবিধা আপনার আর পাওয়া হবে না। বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেন আমাদের মধ্যে কোনরকম মান অভিমান রাখা চলবে না সমস্ত পুরানো কর্মীদের নিয়ে আসতে হবে সামনের সারিতে তাদের যথাযোগ্য সম্মান দিতে হবে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন মনে রাখতে হবে দিদি না থাকলে আমাদের কারো কোন পদ নেই বা পদের কোন মূল্য নেই তাই ২৬ এর বিধানসভা নির্বাচন আমাদের সকলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। বিজেপি নানা ছলনায় ভোটারদের ভোলাবার চেষ্টা করবেন আমাদের কর্মীদের সেই ভাবে সতর্ক থাকতে হবে। পশ্চিমবঙ্গকে বিভিন্নভাবে হয়রানি করছেন কেন্দ্রের বিজেপি সরকার। ২৬ বিধানসভা নির্বাচনের ফলাফলে বুঝিয়ে দিতে হবে যে পশ্চিমবঙ্গ শুধুমাত্র তৃণমূলের থাকবে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা ছিল। সকলকে কৃতজ্ঞতা জানান রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *