রাইপুর সাধনালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য উৎসব।
শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া।:———–শীতের বিকেলে মিষ্টি রোদের কোলে রায়পুর সবুজ সংঘের সামনে অনুষ্ঠিত হলো রাইপুর এলাকার বিশেষ নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র রাইপুর সাধনালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য উৎসব। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠানের সূচনা হয় ।সূচনা করেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক সাধন কুমার মন্ডল। বিশিষ্ট বাচীক শিল্পী ও শিক্ষক সুদীপ লোহার সহ রাইপুর কিশলয় শিশু শিক্ষা নিকেতনের শিক্ষক বৃন্দ। পৃথিবীর এই অনুষ্ঠানকে রাইপুর সবুজ সংঘ প্রাঙ্গন ছিল শিশুদের কলতানে চাঁদেরহাট । শতাধিক শিশু এ দিনের এই উৎসবে নৃত্য পরিবেশন করে। ছোট্ট ছোট্ট শিশুরা যেভাবে মঞ্চ মাতালো তা এলাকার মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে রইল। অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে শিক্ষক সুদীপ লোহার বলেন শ্রীকান্ত লোহার কোন তথাকথিত নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র থেকে নৃত্য শিক্ষা করেনি তার নিজস্ব যোগ্যতায় সে এই জায়গা করে নিয়েছে আজ শ্রীকান্ত কলকাতায় মঞ্চ মাতিয়ে বেড়াচ্ছে যা আমাদের এলাকার একটি জ্বলন্ত উদাহরণ। এ দিনের এই অনুষ্ঠানে সুদীপবাবু একটি কবিতা আবৃতি করে উপস্থিত দর্শকদের মন জয় করে নেন। খুব কম সময়ের মধ্যে শ্রীকান্ত লোহারের নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র সাধনালয় রাইপুরে বিশেষ জায়গা করে নিয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না।