রাখি বন্ধন উৎসবে মাতল শিশু পড়ুয়ারা।
শুভদীপ ঋজু মন্ডল,
আজ বৃহস্পতিবার এই উপলক্ষে সারেঙ্গা ব্লকের নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে রাখি বন্ধনে আবদ্ধ হয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও রাখি বেঁধে দিল ।এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয়ে সকলের মধ্যে একটা আলাদা আনন্দ ও উন্মাদনা লক্ষ্য করা যায়।নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদের প্রধানমন্ত্রী শিল্পা পাহাড়ি বলে আমাদের বিদ্যালয়ে সারা বছর ধরেই নানান সংস্কৃতি কর্মকান্ড অনুষ্ঠিত হয়ে থাকে এটি তারই অঙ্গ। আমরা এদিন সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের দেখানো পথে আমরা চলার চেষ্টা করেছি মাত্র ।এই উপলক্ষে বিদ্যালয় এর সমস্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়েছিল বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার মন্ডল জানালেন।।