রাখীবন্ধনকে সামনে রেখে সংস্কৃতি দিবস পালন, স্বেচ্ছাসেবী সংস্থার

Spread the love

রাখীবন্ধনকে সামনে রেখে সংস্কৃতি দিবস পালন, স্বেচ্ছাসেবী সংস্থার

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
ঐতিহ্যবাহী রাখি বন্ধন উৎসব সোমবার, যা দেশজুড়ে মহাসমারোহে পালিত হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগ সাথে টুমোরোজ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে সাঁইথিয়া ব্লক এর গড়গড়িয়া গ্রামে নানান অনুষ্ঠানের মাধ্যমে এবং যথাযথ ভাবে সংস্কৃতি দিবস পালিত হয়। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের লক্ষ্যে, জাতি ধর্ম ভাষা নির্বিশেষে রাজ্যের সমস্ত মানুষের মধ্যে সম্প্রীতির সম্পর্ককে আরো সুদৃঢ় করতে এবং পরস্পরকে প্রীতির বন্ধনে আবদ্ধ করতে সরকারি ভাবে ঘোষিত হয় সংস্কৃতি দিবস পালনের। সরকারি বেসরকারি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনটি পালনের জন্য নানান কর্মসূচি নেওয়া হয়।অনুরূপ সংস্থার পক্ষ থেকে সাঁইথিয়া ব্লক স্তরে সরকারের সাথে যৌথভাবে এই কর্মসূচি পালন করা হয়।
উৎসবটিকে তৃনমুল স্তরে মানুষের কাছে পৌঁছে দিতে উক্ত অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কচিকাঁচাদের নিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়। উল্লেখ্য সংস্থা পরিচালিত আরলি চাইল্ডহুড এডুকেশন( ই সি ই) নামক প্রকল্পের মাধ্যমে জেলার বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরকারের সাথে যৌথভাবে আনন্দ বিনোদনের মাধ্যমে পাঠদান দেওয়া হয়। সেই সমস্ত কচিকাঁচারা সহ তাদের অভিভাবক ও স্থানীয় মানুষজনদের নিয়েই মূলত আয়োজিত হয় এদিনের অনুষ্ঠান।এদিন বাচ্চাদের নাচ, গান, আবৃত্তি, ছবিআঁকা , যোগা, স্থানীয় শিল্পীদের দ্বারা বাউল ও আদিবাসী নৃত্য পরিবেশিত হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায়। এছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর সাব ডিভিশনাল ইয়ুথ অফিসার বিনয় বালা, দীপঙ্কর সাহা এবং সংস্থার পক্ষে ছিলেন প্রোজেক্ট ম্যানেজার দেবরাজ মুখার্জী, অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ম্যানেজার মনোজ খান এবং সাঁইথিয়া ব্লক এলাকার সুপার ভাইজার শুভাশিস রক্ষিত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য সংস্থা পরিচালিত
আনন্দপাঠ প্রজেক্টের মাধ্যমে অনুরূপ সাঁইথিয়া,ইলামবাজার, রামপুরহাট-১, সিউড়ি-১, খয়রাশোল,রাজনগর ও লাবপুর ব্লক এলাকার মোট ১৬৯ টি সেন্টারেও সংস্কৃতি দিবস পালনের খবর পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *