রাজনগরে ঐতিহ্যবাহী মহররম মেলা

Spread the love

রাজনগরে ঐতিহ্যবাহী মহররম মেলা

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
মহররম উপলক্ষে জেলার বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় তাজিয়া সহকারে শোভাযাত্রা বের হয়।হজরত ইমাম হাসান ও হোসেনের স্মরণে তথা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যায়ের কাছে মাথা নত না করার অঙ্গীকারের প্রেক্ষিতে সূদুর ইরাকের কারবালা প্রান্তরে বিরোধী পক্ষ এজিদের দলের বিরুদ্ধে ছিল লড়াই।সেই হিসেবে প্রতি বছর আরবি মাসের ১০ ই মহররম দিনটি পালিত হয়ে থাকে।তাজিয়ার পাশাপাশি বিষাদ ঘন করুণ কাহিনী অবলম্বনে রচিত মার্শিয়া গাইতে গাইতে এবং হায় হাসান,হায় হোসেন মাতম জারির মাধ্যমে শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে।মহররম উপলক্ষে বিভিন্ন জায়গায় বসে একদিনের মেলা। সেরূপ ঐতিহ্যবাহী মহরম মেলা তথা সম্প্রীতির মিলন মেলা অনুষ্ঠিত হলো বীরভূমের ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে৷ রাজনগর রাহে ইসলাম সমাজকল্যাণ সোসাইটি কর্তৃক পরিচালিত হয় মেলা টি। জানা যায় যে,রাজনগর ব্লক এলাকার চব্বিশ টি গ্রামে মহররম পালিত হয় কিন্তু সতেরো টি গ্রাম থেকে তাজিয়া,নিশান সহযোগে রাজনগর গোহাট ইমামবাড়া প্রাঙ্গণে জমায়েত হয়। নিজ নিজ দলের খেলোয়াড়দের নিয়ে খেলা অনুষ্ঠিত হয়।সভামঞ্চে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী , ডিএসপি হেড কোয়ার্টার তৌহিদ আনোয়ার, রাজনগর বিডিও শুভাশিস চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পরিমল সাহা, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু,রাজনগর থানার ওসি মহম্মদ সামিম খান, রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি আবুল ফজল খান ও সহসম্পাদক মহম্মদ শরীফ, রাজনগর রাজ পরিবারের সদস্য মহম্মদ সফিউল আলম প্রমুখ।একান্ত সাক্ষাৎকারে রাজনগর রাহে ইসলাম সমাজকল্যাণ সোসাইটির সভাপতি আবুল ফজল খান জানান রাজনগরের ইতিহাস বৃত্তান্ত। এখানে আলী নোকি খান নামে এক যোদ্ধা ইংরেজ লর্ড ক্লাইভের সৈন্যদের সাথে যুদ্ধ করেন এবং জয়লাভ করেন। মুর্শিদাবাদ থেকে তৎকালীন যুদ্ধের অস্ত্র সহ সমস্ত সরঞ্জাম রাজনগরে পাঠিয়েছিলেন। সেই থেকে ও মহররম খেলার চলত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *