রাজভূমি সাহিত্য পত্রিকা প্রকাশ উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক আসর হেতমপুরে

Spread the love

রাজভূমি সাহিত্য পত্রিকা প্রকাশ উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক আসর হেতমপুরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে রবিবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয় রাজভূমি নামক সাহিত্য পত্রিকার নবম সংখ্যা। পত্রিকার যুগ্ম সহ সভাপতি আলো সরকারের অকাল প্রয়াণে শোক প্রকাশ ও নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন দুর্গাপুর থেকে আগত কবি সাহিত্যিক তথা গীতিকার পরিমল দাস। এছাড়াও ছিলেন ছড়াকার আশীষ কুমার মুখোপাধ্যায় , দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, ডক্টর বিশ্বজিৎ রূজ, রুপালি ভট্টাচার্য, প্রধান শিক্ষক চিন্ময় চ্যাটার্জি অরুণ বাউরি, মলয় দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে গান, নৃত্য ,কবিতা ও আবৃতিতে জমজমাট হয়ে ওঠে কবি সাহিত্যিকদের আসর। জানা যায় ১০২ পাতার এই বইটিতে বীরভূম,বর্ধমান, হুগলী সহ কলকাতার বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখা স্থান পেয়েছে । রাজভূমি সাহিত্য পত্রিকা পরিবারের তরফ থেকে পরিমল দাস ও আশীষ কুমার মুখোপাধ্যায় কে বিশেষভাবে সম্মানিত করা হয়। মেটেলা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক তথা রাজভূমি পত্রিকা সম্পাদক কল্যাণ দে বলেন – হেতমপুর গ্রাম আমার জন্মভূমি।এটি একটি শিক্ষা সংস্কৃতির পিঠস্থান । এই ঐতিহ্য বহন করে রাখা আমাদের সবার দায়িত্ব। সেই ঐতিহ্যকে বহন করা এবং বর্তমানে প্রজন্মকে সাহিত্যমুখী করার লক্ষ্যেই এরূপ প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *