রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণামত মঙ্গলকোটের কাশেমনগরে সুফল বাংলা স্টলের মাধ্যমে বিক্রি করা হলো আলু, খুশি এলাকার মানুষ।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কাশেমনগর বাজারে আজ সুফল বাংলা স্টলের মাধ্যমে আটাশ টাকা কেজি দরে আলু বিক্রয় করা হলো।
এই আলু বিক্রয় করেন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা খুশি হয়েছেন সরকারের এই উদ্যোগে কারণ তারাও জানিয়েছেন যে তারাও আর্থিকভাবে স্বাবলম্বী হবেন।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মঙ্গলকোটের বিডিও অনামিত্র সোম, মঙ্গলকোট ব্লকের জে,পি,ও দিব্যেন্দু দত্ত ,মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান।
মঙ্গলকোটের ভিডিও জানিয়েছেন যে আগামী দিনেও মঙ্গলকোটের বিভিন্ন এলাকায় এই সরকারি সহায়ক মূল্যে আলু বিক্রয় করা হবে।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।