মোহন সিং ,
পান্ডবেশ্বরঃ পান্ডবেশ্বর বিধান সভা এলাকার কেন্দায় মঙ্গলবার একটি হনুমান মন্দিরের শিলান্যাস করেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এই অনুষ্ঠানে বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, এই মন্দির তৈরীতে আপনারা বিধায়ক হিসাবে আমার যে দায়িত্ব ঠিক সময়ে দেবেন, তা আমি অবশ্যই পালন করবো। তিনি এই মন্দির তৈরীতে ১ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। তারমধ্যে ৫০ হাজার টাকা দূর্গাপুজোর আগেই দেওয়ার কথা বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি এদিন জানিয়ে দেন। তিনি আরো বলেন, রাজ্যের বর্তমান মুখ্য সচিব আলাপন বন্দোপাধ্যায় এখান কার স্কুল পড়াশোনা করেছেন। তারজন্য এলাকার বাসিন্দারা তাকে এখানে আনার জন্য বলেছেন৷তিনি যদি আসেন, তাহলে দেখতে পাবেন যে, এই গ্রামে কত উন্নয়ন মুলক কাজ করা হয়েছে। তিনি আরো বলেন, আগামী ১৫ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিভিন্ন এলাকার দূর্গাপুজোর উদ্বোধন করবেন। তারমধ্যে তিনি পান্ডবেশ্বরের একটি পুজোর উদ্বোধন করবেন। এটা আমাদের একটা গর্বের বিষয় যে, কলকাতা থেকে মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করবেন।