রাজ্যে দু’শোটি দমকল কেন্দ্র হবে বললেন দমকলমন্ত্রী সুজিৎ
ইডি ও সিবিআই বেছে বেছে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে
খায়রুল আনাম
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতেই তল্লাশি চালাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসকে অপদস্ত করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই কথার প্রতিধ্বনি শোনা গেল এবার রাজ্যের দমকলকর্মী সুজিৎ বসুর গলায়। বীরভূমের তারাপীঠে এসে মা তারার মন্দিরে পুজো দিয়ে তিনি তারাপীঠে প্রস্তাবিত দমকলকেন্দ্রের জমি পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ড. আশিস বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে।
এই মুহূর্তে জেলার বোলপুর, সিউড়ী ও রামপুরহাট–এই তিনটি মহকুমা শহরে দমকল কেন্দ্র রয়েছে। এরফলে দূরে কোথাও আগুন লাগলে, দমকলের গাড়ি পৌঁছনোর আগেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়। দমকল কেন্দ্র থেকে এক একটি এলাকার দূরত্ব ৪৫ কিলোমিটারেরও বেশি। সেইসাথে বর্তমান সময়ে বাড়িঘর এবং বড় বড় আবাসনের সংখ্যা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জেলায় আরও দমকল কেন্দ্র তৈরী করার প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে বার বার। সেইদিকে দৃষ্টি দিয়ে জেলায় আরও চারটি দমকল কেন্দ্র তৈরী করা হচ্ছে। তারাপীঠের চিলা সেতুর কাছে উদয়পুর মৌজায় দমকল কেন্দ্রের জন্য ১১ কাঠা সরকারি জায়গা চিহ্নিত করা হয়েছে। সেই জায়গা পরিদর্শন করে দমকলমন্ত্রী জানান, এখানকার চিহ্নিত জায়গায় আপাতত একটি শেড তৈরী করে দমকলের দু’টি গাড়ি রাখার ব্যবস্থা করা হবে। দুবরাজপুরে দমকল কেন্দ্র তৈরীর কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। মার্চ মাসের মধ্যেই যাতে এখানকার দমকল কেন্দ্রটি চালু হয়ে যায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। নলহাটিতে দমকল কেন্দ্র তৈরীর জন্য যে জমি চিহ্নিত করা হয়েছিলো, সেই জমি নিয়ে কিছু প্রশ্ন থাকায়, জেলাশাসককে বিকল্প জমি দেখার জন্য বলা হয়েছে। লাভপুরে দমকল কেন্দ্রের জন্য জমি চিহ্নিত হয়ে যাওয়ায় এখানে দমকল কেন্দ্র করতে কোনও সমস্যা থাকছে না। লাভপুরের কালিকাপুরডাঙার সরকারি জমিতে দমকল কেন্দ্রটি হচ্ছে। এদিন দমকলমন্ত্রী সুজিৎ বসু জানান, এই মুহূর্তে রাজ্যে ১৫৭ টি দমকল কেন্দ্র রয়েছে এবং ৩ টি দমকল কেন্দ্রের কাজ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। কাজ শেষ হয়ে গেলেই ওই ৩ টি দমকল কেন্দ্র উদ্বোধন করে দেওয়া হবে। রাজ্যে ২০০ টি দমকল কেন্দ্র তৈরী করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এদিন দমকলমন্ত্রী সুজিৎ বসুকে রাজ্যে ইডি ও সিবিআইয়ের তল্লাশি প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ভারতবর্ষে বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যে ভাবে ইডি ও সিবিআইকে ব্যবহার করছে তা ঠিক নয়। এখানে বেছে বেছে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার জন্য ইডি ও সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। যাঁরা দেশের টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে তাঁদের বিরুদ্ধে ইডি ও সিবিআই কোনও ব্যবস্থা নিতে পারছে না। সেইসাথে মন্ত্রী সুজিৎ বসু প্রশ্ন তোলেন যে, ভারতবর্ষ থেকে অপরাধীরা যখন বিদেশে পালিয়ে যায়, তখন কী ইডি ও সিবিআই ঘুমিয়ে থাকে ?
ছবি : দমকল কেন্দ্রের জমি পরিদর্শনে মন্ত্রী সুজিৎ বসু।