রাজ্য সম্মেলনকে সামনে রেখে রক্তদান শিবির
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির ২০২৫ সালে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে।সেই উপলক্ষে লাগাতার রক্তদান শিবির কর্মসূচির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জেলার রক্তদান আন্দোলনের সংগঠকদের পক্ষ থেকে।সেরূপ রবিবার বীরভূম ভলানটারী ব্লাড ডোনার এসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং সুগড় গ্রামবাসীদের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।উল্লেখ্য ইতিপূর্বে এই গ্রামে কোনো রক্তদান শিবির আয়োজিত হয়নি, এটিই ছিল প্রথম শিবির বলে জানা যায়। এদিন শিবির পরিচালনার দায়িত্বে ছিলেন প্রত্যাশা তোমার আমার সবার ও কম্বাইন্ড স্পোর্টস একাডেমী কতৃপক্ষ। বোলপুর মহকুমা ব্লাড ব্যাংক কতৃক এই শিবির থেকে ২৭ ইউনিট রক্ত সংগ্রহ করে।
গ্রামবাসীদের পক্ষে শেখ সানি জানান আগামী দিনে আরও এধরনের রক্তদান শিবির আয়োজিত করার কথা ভাবছি। প্রত্যাশার সভাপতি আবদুল খালেক মল্লিক বলেন এরূপ প্রত্যন্ত গ্রামীণ এলাকা জুড়ে শিবিরের সংখ্যা বৃদ্ধি এবং সংগঠনের মাধ্যমে রক্তদান আন্দোলনকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে অগ্রসর হওয়া।