রানীগঞ্জ শহর প্রায়শই ধসের কবলে পড়ছে যার ফলে আতঙ্কিত এলাকাবাসী
কাজল মিত্র
:- কিছু দিন ধরেই শিল্পাঞ্চল এর কিছু বা কিছু এলাকা থেকে ভূধসের খবর শোনা যাচ্ছে। মঙ্গলবার সকালে রানিগঞ্জেও একটি ভুধসের ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।রানীগঞ্জের শিশুবাগান মোড়ের ৬০ নম্বর জাতীয় সড়কের মধ্যে যাত্রীরা হটাৎ এই ধসের ঘটনাটি লক্ষ্য করেন।স্থানীয় লোকজন এই খবর স্থানীয় পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দফতরে জানাই।আসানসোল পৌর নিগম কর্পোরেশনের এমএমআইসি দিব্যেন্দু ভগত,ও পূর্ণিশিণী রায় ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি পরিদর্শন করেন ।ভূমিধসের কারণে ৬০ নম্বর সড়কে প্রায় পাঁচ ফুট একটি গর্ত হয়েছে। শিশুবাগান এলাকায় বারবার এধরনের ঘটনার ফলে স্থানীয়রা আতঙ্কিত রয়েছে।দেবেন্দু ভগত বলেন যে মঙ্গলবার সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে তিনি বিষয়টি জানতে পেরেছিলেন।তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন যে রাস্তায় একটি বিশালকায় গর্তের সৃষ্টি হয়েছে। সাথে সাথে ওই অঞ্চলটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।তিনি বলেন, স্থানীয় প্রশাসন ও জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ উভয়কেই এই রাস্তা মেরামতের দায়িত্ব দেওয়া হয়েছে।ব্রিটিশ আমলে এখানে একটি হাইড্রেন নির্মিত হয়েছিল।আর গত বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে এই রাস্তার নীচে অংশ বসে যায় ফলে এই গর্তের আকার সৃষ্টি হয়।যদিও প্রায় এক মাস আগে এই শিশুবাগান ডাইভার্শনের রাস্তায় একটি ভূমিধসের ঘটনা ঘটেছিল, যার কারণে ব্যারিকেড লাগিয়ে পথের একটি অংশকে প্রশাসনকে বন্ধ করে দিতে হয়েছিল।