রাত ভোরের প্রেম
তোমাদেরই ইন্দু (কলকাতা)
রাত ভোরের সন্ধিক্ষণের প্রেম,
নির্জন যমুনা কুলে
কার নাম ধরে ডাকে বাঁশি,
আমি শুধু সুর শুনি তার,
অন্ধকার হাতড়ে পাড়ি দিই
অথৈ সময়,
বুক পুড়ে অঙ্গার হয়ে
গহীন হৃদয়,কৃষ্ণ বিনে,
আমি কি হবোনা
তোমার রাই কিশোরী,
কৃষ্ণ তোমার প্রেমিকা হয়ে।
বাজাও যখন বাঁশের বাঁশি,
ছুটে চলে যায় মনের রশি
যমুনা তো বুকের মাঝে,
তুফান ওঠে বুকের মাঝে।
ঢেউ তুলছে ছলাৎ ছলাৎ,
মনের প্রেমে উথাল পাথাল
দরিয়াতে আইলো তুফান,
প্রেমের জোয়ার ভাসবে দোহার।
কলসি কাঁখে জল ভরিতে,
আসবো আমি প্রেম যমুনায়,
কলসী তে কি ধরবে সে জল,
বুকের মাঝে সাগর অতল।
বৃন্দাবন সাঁজিয়ে রাখা,
কান্দে যে গো তোমার রাধা,
তুমি যদি হও মোর প্রেমের সাগর
তবে আমি ভাসবো যে তোমার ,
প্রেমের জোয়ারে……..
রাতের শেষ আর ভোরের আলোর সন্ধিক্ষণের মুহূর্তের মতন সুন্দর মুহূর্ত যেন রাধা কৃষ্ণর এক অনন্ত প্রেমের সন্ধিক্ষন, এই প্রেম বিশ্বজুড়ে, যেন আলো আর অন্ধকারের মধ্যে প্রকৃতির এই খেলার মতন এই প্রেম যেন শাশ্বত,সুন্দর ও চিরন্তন,রাধা কৃষ্ণরএই প্রেমের জন্য রাধা কলঙ্কিনীও হতে দ্বিধা করেনা।তাই এই প্রেমের ওম ছড়িয়ে পড়ুক ভোরের আলোয় সব রাধাদের জীবনে…