রানাঘাটের ১১২ ফুটের দুর্গা প্রতিমা নিয়ে জেলাশাসকের দ্রুত রিপোর্ট চাইলো হাইকোর্ট 

Spread the love

রানাঘাটের ১১২ ফুটের দুর্গা প্রতিমা নিয়ে জেলাশাসকের দ্রুত রিপোর্ট চাইলো হাইকোর্ট 

মোল্লা জসিমউদ্দিন, 

হাতে মাত্র কয়েক দিন।তারপরেই বাংলা মাতবে শারদীয় উৎসবে।এরেই মধ্যে নদিয়ার রানাঘাটে ১১২ ফুটের দুর্গা নিয়ে মামলা হয়েছে  কলকাতা হাইকোর্টে। পুজো উদ্যোক্তাদের অভিযোগ, -‘পুলিশ সেই পুজোর জন্য অনুমতি দেয়নি’। তাই  পুলিশি অনুমতি চেয়ে পুজো কমিটির তরফে কলকাতা হাইকোর্টের  দৃষ্টি আকর্ষণ করা হয়। বুধবার সেই মামলায় সংশ্লিষ্ট  জেলাশাসককে সিদ্ধান্ত নিতে বলল  কলকাতা হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে নদিয়ার জেলাশাসককে ১১২ ফুটের দুর্গাপ্রতিমা নিয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে।রানাঘাটের কামালপুর অভিযান সংঘের পুজোর প্রতিমা এবার ১১২ ফুট। কলকাতা হাইকোর্টে অনুমতি চায় রানাঘাটের দীর্ঘতম  প্রতিমা বানানোর পুজো কমিটি। ১১২ ফুটের প্রতিমা পুজোর ভবিষ্যৎ সংশয়ে রয়েছে । নদীয়া জেলাশাসককে সিদ্ধান্ত জানাতে নির্দেশ হাইকোর্টের । আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর দুটোর মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত। পুজো নিয়ে প্রশাসনের পরিকল্পনা জানাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের।প্রশাসনের সিদ্ধান্ত জেনে ফের মামলার শুনানি রয়েছে ।আজ অর্থাৎ  বৃহস্পতিবারই হবে এই মামলার শুনানি।পুজো উদ্যোক্তাদের আইনজীবী  বলেন,-  গিনেস বুক, গুগল ও ইউনেস্কো সহ সমস্ত জায়গায় এই নতুন কীর্তির কথা জানিয়ে রেকর্ডের জন্য আবেদন করা হয়েছে। ৩ সেপ্টেম্বর অনুমতির জন্য প্রশাসনকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে কোনও আপত্তি জানানো হয়নি। ৫০ বছরবে বেশি সময়  ধরে এই পুজো হয়ে আসছে। এখন পুলিশ বলছে এই পুজোর অনুমতি দেওয়া যাবে না’।অপরদিকে, রাজ্যের আইনজীবী  বলেন, “এই পুজো মণ্ডপে প্রবেশ ও প্রস্থানের জন্য প্রয়োজনীয় রাস্তা নেই বলে জানিয়েছে পুলিশ। তাই যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রতিমার উচ্চতা অত্যাধিক  বেশি”। দু পক্ষের শুনানি শেষে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য  জানান, -‘ জেলা প্রশাসনকে জানাতে হবে পুজো হবে কি হবে না?  আর কদিন মাত্র পুজোর বাকি। পুজো নিয়ে সরকারি সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার  দুপুর ২ টোর মধ্যে জানাবেন নদিয়ার জেলাশাসক। বৃহস্পতিবার  ফের এই মামলার শুনানি’। উল্লেখ্য, আন্তজার্তিক  সীমান্ত লগোয়া রানাঘাট মহকুমার কামালপুর অভিযান সংঘের ১১২ ফুটের দুর্গা প্রতিমার পুজো এবার। দুর্গাপুজোর আয়োজন প্রায় শেষ  করার পথে উদ্যোক্তারা। গত ৩ সেপ্টেম্বর পুজোর আয়োজনের কথা জানিয়ে প্রশাসনিক অনুমোদনের জন্য আবেদনও করেছেন উদ্যোক্তারা। আর কদিন পরেই মহালয়া, কিন্তু এখনও প্রশাসনিক অনুমোদন না মেলায় দুর্গাপুজো উদযাপন নিয়েই রয়েছে চরম অনিশ্চয়তা।আজ অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *