রানীগঞ্জে সোনার দোকানে চুরির প্রেক্ষিতে খয়রাশোল পুলিশের সচেতনতা সভা স্থানীয় সোনা ব্যবসায়ীদের নিয়ে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- গত রবিবার বীরভূম পার্শ্ববর্তী বর্ধমানের রানীগঞ্জ বাজারে একটি সোনার দোকানে প্রকাশ্য দিবালোকে ভয়াবহ ডাকাতির ঘটনায় ব্যবসায়ী মহল আতঙ্কিত।সেই ঘটনার জেরে বীরভূমের বিভিন্ন থানার পুলিশ প্রশাসন সজাগ।সেইসাথে স্থানীয় সোনা ব্যবসায়ীদেরও সচেতনতা তথা সতর্কতা অবলম্বন করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।সেরূপ বুধবার খয়রাশোল থানার সভাকক্ষে স্থানীয় থানা এলাকার সমস্ত সোনা ব্যবসায়ীদের নিয়ে সতর্কতামূলক বৈঠকের আয়োজন করা হয়। সোনার দোকানদারদের উদ্যেশ্যে জানানো হয় যে,সকল দোকানের মধ্যে সঠিক জায়গায় সি সি টি ভি ও লাইট লাগানো,এ্যালার্ম লাগানো,প্রতিষ্ঠিত দোকানের ক্ষেত্রে নিরাপত্তা রক্ষী নিয়োগ করা।পাশাপাশি চোখের সম্মুখে স্থানীয় থানার ফোন নাম্বার রাখা, প্রয়োজন অনুযায়ী যেন সঠিক সময়ে ফোন করে বিপদের কথা থানায় পৌঁছানো যায়।এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে যেন যাচাই করে সোনা কেনা হয়।সকলরকম প্রয়োজনে থানার সাহায্যে নেওয়া।খয়রাশোল থানা এলাকার বাসিন্দাদের পরিষেবা দিতে সদা তৎপর বলে জানান পুলিশ আধিকারিকেরা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি এস পি ক্রাইম পথিক রায়,দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদার , খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাস,এস আই সমীর হালদার ছাড়াও খয়রাশোল থাানা এলাকার স্বর্ণ ব্যবসায়ীরা।