রানীবাঁধের ডাবরি উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির।
সাধন মন্ডল বাঁকুড়া:-
প্রচণ্ড গরমে রক্তের চাহিদার কথা মাথায় রেখে এবার এগিয়ে এলেন রানী বাঁধ ব্লকের ডাবরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী , অভিবাবকরাও..
আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরে ১২ জন মহিলা সহ মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
আজকের শিবিরে উপস্থিত ছিলেন রাণীবাঁধ থানার আইসি রজত চৌধুরী ,পঞ্চায়েত সমিতির সভাপতি ভীমসেন মণ্ডল, শিক্ষা কর্মধক্ষ সুনীল কুমার হেমব্রম। রক্তদান শিবিরের
সহযোগী সংগঠক হিসাবে ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা টিম নিঃস্বার্থ।ও
রানীবাঁধের ডাবরী এস. এস. বি উচ্চ বিদ্যালয়।
শিবিরে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, জঙ্গলমহলে র প্রান্তিক এলাকায় যেহেতু স্কুলটি সেখানে রক্তদান শিবির হওয়ার জন্য মহিলাদের মধ্যে উদ্দীপনা ছিল সবথেকে বেশি। এই ৫০ জনের মধ্যে ৩৫ জন এর বেশি মানুষ কিন্তু প্রথম রক্ত দান করলেন। তেমনি টিম নিঃস্বার্থ এর তরফে সম্পাদক বাপি খান এবং সভাপতি সুপ্রতিম মন্ডল আজ রক্তদান করেন। টিমের কাছে আর একটি কারণেও গুরুত্বপুর্ন টিমের সম্পাদক বাপি খানের আজকে জন্মদিন! রক্তদাতা বিশিষ্ট লোককবি চণ্ডীচরণ দাস বলেন এই ধরনের একটি উদ্যোগ জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় অনুষ্ঠিত হওয়ায় আমরা খুশি। আমি ও আমার স্ত্রী দুজনেই এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করলাম। আমরা গর্বিত রক্তদান করতে পারায়।