ভারতীয় সংগ্রহালয় কলকাতা সংস্কৃতি মন্ত্রণালয় ভারত সরকার এবং লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন এর যৌথ প্রচেষ্টায় লোকমাতা রানী রাসমণির ২৩২ তম জন্মবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য ভারতীয় জাদুঘরে | লোকমাতা রানী রাসমনির প্রতীকৃতির আবরণ উন্মোচন ও আলোচনা সভা রানী রাসমণি ও বাংলার নবজাগরণ | উপস্থিত ছিলেন ভারতীয় জাদুঘরের ডেপুটি ডিরেক্টর শ্রী সায়ন ভট্টাচার্য ও অনুষ্ঠানের আহবায়ক তথা সম্পাদক দক্ষিণেশ্বর দেবওর স্টেট শ্রী কুশল চৌধুরী ও অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ |ছবি সুবল সাহা
রানী রাসমনির ২৩২ তম জন্মবার্ষিকী
![](https://banglarkhoborakhobor.com/wp-content/uploads/2024/10/IMG-20241001-WA0089.jpg)