জুলফিকার আলি,
বিগত জুন মাসে রামকো সিমেন্ট কারখানার কর্মরত শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি এর প্রিয় সাথী সাধন ডগরার অকাল প্রয়াণ হয়, শ্রমিক সংগঠন এর পক্ষ থেকে সর্বদা ওনার পরিবারের পাশে থেকেছি , আজ সর্বমোট 50 হাজার টাকা প্রদান করা হলো, ওনার দুই কন্যার পাশে পড়াশোনার সমস্ত খরচ , ও ওনার 3 বছরের ছোট কন্যার জন্য যথাযথ সাহায্য, এবং সর্বোপরি তার পরিবারের পাশে সর্বদা থাকার যথা সাধ্য চেষ্টা চলবে, শুভেন্দু অধিকারী মহাশয় এর আদর্শ স্নাত টুটুল মল্লিক মহাশয় এর এই প্রয়াস আগামীতে রামকো শ্রমিক সংগঠন কে আরো এগিয়ে নিয়ে যাবে ,