রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চবিদ্যালয়ে শতবর্ষ উদযাপন

Spread the love

স্বপন মাহাতো, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলার,রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয়’ শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রাক্তন ছাত্র সকলেই কান্নায় ভেঙে পড়েছিলেন তবে এই চোখের জল দুঃখের নয় আনন্দের আর মিলনের। এই বিদ্যালয়ে পঠনপাঠন শুরু হয়েছিল পরাধীন ভারতবর্ষে ১৯২৬ সালের ২৬ শে জানুয়ারী। নগরজীবন থেকে বিচ্ছিন্ন, অনার্য জনজাতি অধ্যুষিত এক প্রত্যন্ত অঞ্চল রামগড়ে বিদ্যোৎসাহী রাজা স্বর্গীয় নগেন্দ্রনাথ সিংহ সাহস রায় মহাশয় প্রতিষ্ঠিত এলাকাবাসীর গর্বের মাতৃসমা ‘রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয়’।সময়ের সরণী বেয়ে সাফল্যের হীরক দ্যুতি ছড়িয়ে শতবর্ষে।
বিদ্যালয়ের অগণিত ছাত্র-ছাত্রী, অভিভাবক, প্রাক্তনী, শিক্ষক-শিক্ষয়ত্রী সকলের মিলিত উদ্যোগে ২৬ শে এবং ২৭ শে জানুয়ারী ২০২৫, দুদিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল ‘শতবর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয়া বিরবাহা হাঁসদা, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, বন দপ্তর ও স্ব-সহায়ক দল এবং স্বনিযুক্তি, পঃ বঃ সরকার,সম্মানীয় কালিপদ সরেন, সাংসদ, ঝাড়গ্রাম লোকসভা,সম্মানীয়া চিন্ময়ী মারান্ডি, সভাধিপতি, ঝাড়গ্রাম জেলা পরিষদ,সম্মানীয় শক্তিভূষণ গঙ্গোপাধ্যায়, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক), ঝাড়গ্রাম,সম্মানীয় জয়দীপ হোতা, চেয়ারম্যান, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, ঝাড়গ্রাম,শ্রীমৎ স্বামী ব্রক্ষেশ্বরানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মিশন আশ্রম, ঝাড়গ্রাম এছাড়াও ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীরা।
‘শতবর্ষ উদযাপন’ অনুষ্ঠান বর্তমান এবং প্রাক্তনীদের যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গন হয়ে ওঠে গৌরবময়, বর্ণময় ও আনন্দমুখর এক মিলনক্ষেত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *