রামপুরহাটের রক্তকরবী মঞ্চের উদ্বোধন
রামপুরহাটের রক্তকরবী মঞ্চের উদ্বোধন
রামপুরহাট: তথাগত চক্রবর্তী, বীরভূম জেলার নাটক ও নাচ, গান সহ বিভিন্ন সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে রামপুরহাটে গড়ে ওঠে রক্তকরবী মঞ্চ। এর আগেও উদ্বোধন হলেও কিছু ত্রুটির কারণে উদ্বোধনের পরেও ঐ মঞ্চ বন্ধ হয়ে যায়। এদিন ফের রক্ত করবী মঞ্চের উদ্বোধনের খবরে খুশি রামপুরহাট বাসী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পীকার ও এলাকার বিধায়ক ডঃ আশীষ বন্দ্যোপাধ্যায়, বোলপুর লোকসভা সাংসদ অসিত মাল, বীরভূম লোকসভা সাংসদ শতাব্দী রায়, রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, এসডিপিও, রামপুরহাট থানার আইসি , INTTUC জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য্য সহ আরো অনান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন অনুষ্ঠানে নিজের অভিষিক্ত বাংলা সিনেমার একটি গান গেয়ে মঞ্চ মাতান সাংসদ শতাব্দী রায়। রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত বলেন, আগে ৬৬ লক্ষ টাকা দেন বীরভূম সাংসদ, পরে এক কোটি দেন তিনি। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। সর্বমোট সাড়ে তিন কোটি অর্থ ব্যায়ে রক্ত করবী নির্মিত হলো। আমরা বোর্ড মিটিংয়ে আলোচনা করে ঠিক করবো কবে থেকে বুকিংয়ের জন্য খুলে দেওয়া হবে। সেখানেই রেট চার্ট তৈরি হবে। অনুষ্ঠানে এলাকার সংস্কৃতি প্রেমী মানুষজন ভিড় জমান, ফের চালু হাওয়ায় খুশি এলাকাবাসীরা।



Post Comment