খায়রুল আনাম,
বীরভূম : রামপুরহাটের মনসুবামোড়ে সোমবার রাতে রামপুরহাট থানার পুলিশ টহল দেওয়ার সময় সন্দেহজনকভাবে ১৬ চাকার একটি লরিকে যেতে দেখে সেটি আটক করে। লরি চালককে জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর কথাবার্তায় সন্দেহ হওয়ায় পুলিশ লরিতে তল্লাশি শুরু করে। আর তাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। লরিতে থাকা বস্তা খুলে পুলিশ নাইট্রোজেন বিস্ফোরকের সন্ধান পায়। ৫০ কেজি বস্তা হিসেবে ১ হাজার ৬০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। গাড়ির চালক-সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই বিপুল পরিমাণের বিস্ফোরক কোথা থেকে আমদানি করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।