রামপুরহাট পৌরসভার উদ্যোগ
অবৈধ মদের ভাটি ভেঙে তৈরী অঙ্গনওয়াড়ি কেন্দ্র
খাররুল আনাম
বোলপুর, ৮ জানুয়ারি–স্বাধীনতা পরবর্তী সময়ে জেলা বীরভূমের মহকুমা শহর রামপুরহাটে ১৯৫০ সালে তৈরী হয় রামপুরহাট পৌরসভা। সড়ক ও রেললাইনের সাথে সংযুক্ত রামপুরহাট অন্যতম তীর্থক্ষেত্র তারাপীঠের অন্যতম প্রবেশপথ।স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে এখানে গড়ে উঠেছে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
জাতীয় সড়কের সাথে যুক্ত এই রামপুরহাট শহরের অধিকাংশ জলাশয়ই বুজিয়ে বর্তমানে নির্মাণ কাজ হওয়ায় শহরের বাস্তুতন্ত্র নষ্ট হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমন কী, শহরের যে জলাশয়ে এক সময় পুজোর পরে প্রতিমা নিরঞ্জন হতো সেই জলাশয়ও গ্রাস করে নিয়েছে ভূমি মাফিয়ারা পৌরসভার উদার দাক্ষিণ্যে । শহরের বিভিন্ন জায়গায় রয়েছে অবৈধ মদের কারবার। এরইমধ্যে পৌরসভার যে ১৮ নম্বর ওয়ার্ডটি রয়েছে সেখানে অবৈধভাবে মদের ভাটি গড়ে ওঠায় এলাকার পরিবেশ বিষিয়ে উঠেছিলো। সেই মদের ভাটি ভেঙে সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে ওঠায় এবার হাঁফ ছেড়ে বাঁচলেন ওই এলাকার মানুষজনেরা। রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত ওই ওয়ার্ড পরিদর্শনে গেলে সেখানকার মানুষ পৌরসভার এই উদ্যোগকে যেমন সাধুবাদ জানিয়েছেন তেমনি ওয়ার্ডে পানীয় জলের সমস্যার কথা জানালে তিনি সাবমার্শিবল পাম্প বসিয়ে ভূগর্ভস্থ জলত্তোলন করে তা সরবরাহ করার মধ্যে দিয়ে পানীয় জলের সমস্যা সমাধানের কথাও জানিয়ে দিয়েছেন।
ছবি : রামপুরহাট পৌরসভা।
