রামপুর দেশবন্ধু ক্লাবের রক্তদান শিবির ও দিদিকে বলো ক্রিকেট টুর্নামেন্ট।
উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থানার অন্তর্গত রামপুর দেশবন্ধু ক্লাব আয়োজিত দু’দিনব্যাপী মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রক্তদান শিবির ও দিদিকে বলো মিনি ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করেন প্রাক্তন মন্ত্রী, আইপিএস ও বিধায়ক ডঃ হুমায়ুন কবির, স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো, ব্লক সভাপতি দিলীপ মল্লিক, স্থানীয় পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিক আলী মোল্লা, ৫০ সমিতির কর্মধ্যক্ষ রফসের মোল্লা, তৃণমূলের যুব নেতা সফিকুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও এলাকার ভূমিপুত্র শিক্ষক আবু সিদ্দিক খান, ক্লাবের সভাপতি আলমগীর সরদার, সম্পাদক শরিফুল মোল্লা, বিনা পয়সার ডাক্তার ফারুক হোসেন গাজী, সঞ্চালক বাপী আকুঞ্জী, জিল্লুর রহমান, ওহিদুল লস্কর, ক্লাব সভাপতি আলমগীর সরদার বলেন, আমরা দায়িত্বে আসার পর সমাজের যে কাজগুলো করার ব্রত নিয়েছি তন্মধ্যে রক্তদান শিবির অন্যতম একটি কাজ। এদিন ১৬০ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও অনেক মানুষ রক্ত দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল কিন্তু আমরা নিতে পারিনি, ক্যাপাসিটি ছিলো না। আগামীতে আরো বড় করে রক্তদান শিবির করা হবে। ক্লাবে সম্পাদক শরিফুল ইসলাম মোল্লা বলেন, দিদিকে বল টুর্নামেন্টে আমরা অনেক সাফল্য পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি আগামীতে আরো বড়ো কিছু করবো আমরা ঐক্যবদ্ধভাবে। ক্রীড়া সম্পাদক আব্দুল খালেক খান ও হাকিম সরদার বলেন, খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা তো হয় পাশাপাশি নান্দনিক পরিবেশ তৈরি হয়। এবছর উইনার্সদের ৫০ হাজার টাকা এবং রানার্সদের ৪৫ হাজার টাকা সহ ট্রফি উপহার হিসেবে প্রদান করা হয়। শিক্ষক আবু সিদ্দিক খান বলেন, সন্দেশখালির মাটি সম্প্রীতি ও সৌহার্দ্যের মাটি। কিন্তু কখনো কখনো, কিছু মানুষ বাইরে থেকে এসে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ঘোলা জলে মাছ ধরতে নেমে সম্প্রীতি ও সৌহার্দ্যকে বিনষ্ট করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে।
সাবেক মন্ত্রী ড. হুমায়ুন কবির বলেন, রক্তদান একটি মহৎ দান, রক্ত দিলে শরীরের ক্যান্সারসহ নানাবিধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। রক্ত দিলে শরীর দুর্বল হয় না বরং সবল হয় এবং খেলাধুলো শরীরচর্চার অন্যতম মাধ্যম। বিধায়ক সুকুমার মাহাতো বলেন, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সামাজিক ও মানবিক প্রকল্পগুলো রূপায়নের ক্ষেত্রে ক্লাবের বড় ভূমিকা থাকে তাই ক্লাব সদস্যদের সক্রিয় থেকে মানব কল্যাণে কাজ করতে হবে।
হাজি সিদ্দিক আলি বলেন, আমরা আমাদের ৫০ বছরের একটি ঐতিহ্যশালী ক্লাবকে যোগ্য নেতৃত্বদের হাতে তুলে দিতে পেরে গর্বিত! গঠনমুলক কাজ সারাবছরই করে চলেছে রামপুর দেশবন্ধু ক্লাব।
