রাম নবমীর দিন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে অনুষ্ঠিত হলো কুমারী পুজো

Spread the love

রাম নবমীর দিন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে অনুষ্ঠিত হলো কুমারী পুজো

আদ্যা মায়ের স্বপ্নাদেশ পেয়ে অন্নদা ঠাকুর ইডেন গার্ডেনের একটি গাছের তলা থেকে আদ্যা মাকে নিয়ে এসে দক্ষিণেশ্বরের পাশে প্রতিষ্ঠা করেছিলেন আদ্যাপীঠ মন্দিরের। সেই আদ্যাপীঠ মন্দিরেই অন্নটা ঠাকুর শুরু করেছিলেন বাসন্তী পূজো। আজ থেকে ১১০ বছর আগে এই বাসন্তী পূজার নবমীর দিন অর্থাৎ রামনবমীর দিন ২৮ জন কুমারী কে দিয়ে শুরু করেছিলেন কুমারী পুজো। সেই থেকে অন্নদা ঠাকুরের রীতিনীতি মেনে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে রামনবমীর দিন অনুষ্ঠিত হয় কুমারী পুজো। এবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০০০ কুমারীকে মাতৃরূপে পুজো করা হয় দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে। কুমারী পুজো করতে গিয়ে কুমারীদের মধ্যেই মায়ের দর্শন পেয়েছিলেন অন্নদা ঠাকুর সেই থেকেই এই আদ্যাপীঠ মন্দিরে কুমারী পুজো অনুষ্ঠিত হয়। এই রামনবমীর দিন আদ্যাপীঠ মন্দিরে কুমারী পুজো দেখতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।সমগ্র কুমারী পুজো টি পরিচালনায় ছিলেন আদ্যাপীঠের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই ৷তথ্য ও ছবি সুবল সাহা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *