সাধন মন্ডল,
পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিপুল জয় লাভের পর আজ রায়পুর ব্লকের ফুলকুসমা অঞ্চলে দলীয় সমর্থক থেকে শুরু করে প্রার্থী ও দলীয় নেতৃত্ব বিজয় মিছিলে অংশ নিল। এবারে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে। আজ রায়পুর ব্লকের বিভিন্ন জায়গায় বিজয় উৎসব অনুষ্ঠিত হলো দুপুরে ফুল্কুশমা বাজারে অনুষ্ঠিত হলো বিজয় মিছিল ও আনন্দ উৎসব মিছিলে উপস্থিত ছিলেন ফুলকুসমা অঞ্চলের সমস্ত জয়ী প্রার্থীরা পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থীরা ও দলীয় নেতৃত্ব। আজ যেন ফুলকুসমা বাজারে অকাল হোলি উৎসব অনুষ্ঠিত হলো এ ব্যাপারে পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী চন্ডী লাহা বলেন মা মাটি মানুষের সরকারের মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় ৭০ টি জনমুখী প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ এই প্রকল্পগুলিকে বাঁচিয়ে রাখতে মানুষ তার নির্বাচিত প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন। এই জয় আমরা জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করলাম।