রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নিলেন রতন কাহার
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বাংলার গর্ব প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী রতন কাহার নতুন দিল্লিতে রাষ্ট্রপতির হাতে পদ্মশ্রী পুরস্কারের ভূষিত হলেন বৃহস্পতিবার। প্রসঙ্গত উল্লেখ্য যে, তিনি ভাদু গানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন । তিনি জন্মেছিলেন বীরভূম জেলার অন্তর্গত সিউড়ি থানার কেন্দুলী গ্রামে। তাঁর পিতার নাম অচল কাহার,মাতার নাম টুকটুকি কাহার । দারুণ অভাব অনটনের মধ্যে দিয়ে তিনি জীবন যাপন করেছেন।এত দারিদ্র্যের মাঝেও তিনি বহু ভাদু গান, লোকগান লিখেছেন এবং নিজে সুর দিয়ে বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে গেয়েছেন। তাঁর বিখ্যাত গান- “বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল” আসমুদ্র হিমাচল পর্যন্ত জনপ্রিয় লাভ করেছে। রতন কাহারের এরূপ খবরে স্বভাবতই জেলাবাসী খুবই গর্বিত। বিশেষ করে যে গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই গ্রামের মানুষ তো খুবই খুশি। তাঁর সহযোগী ভ্রাতৃপ্রতিম প্রবীন সাংবাদিক সনাতন সৌ বলেন, আমাদের কেন্দুলী গ্রামের ভূমিপুত্র রতন কাহার পদ্মশ্রী পুরস্কার লাভ করায় আমরা খুবই গর্বিত হয়েছি।এর জন্য তাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।বর্তমানে তিনি থাকেন সিউড়ির ত্রানসমিতির কাছে নগরী পাড়ায়।নানুর সাহিত্য সভার পক্ষ থেকে ইতিপূর্বে তাকে কাঞ্চন সরকার স্মৃতি সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল সহ নানান সংগঠনের পক্ষ থেকেও সংবর্ধনা প্রদান করা হয় পদ্মশ্রী প্রাপক রতন কাহারকে।