রাষ্ট্রীয় উচ্চশিক্ষা অভিযান : একদিনের অভিনব কর্মশালা
১৩ ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের নোদাখালি থানার অন্তর্গত চেতনা শিশু শ্রমিক বিদ্যালয়ে একটি একদিনের অভিনব কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগের প্রধান, অধ্যাপিকা দেবযানী গুহ মহাশয়ার উদ্যোগে “রাষ্ট্রীয় উচ্চশিক্ষা অভিযান” এর অন্তর্ভুক্ত এই সচেতনতা শিবিরের মূল উদ্দেশ্য ছিল মেয়ে শিশু শ্রমিক ও তার পরিবারকে প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ বৃত্তির উপযোগী সহজ বৃত্তিমূলক কাজের সন্ধান দেওয়া। এজন্যে উক্ত কর্মশালায় হাতে কলমে নিত্য ব্যবহার্য ফেলে দেওয়ার বিভিন্ন সামগ্রী দিয়ে ঘর সাজানোর বিভিন্ন উপকরণ তৈরীর প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন কলকাতার হস্ত শিল্প প্রশিক্ষক শ্রী পার্থজিত সামন্ত মহাশয়। ড. গুহ ও শিক্ষাবিজ্ঞান বিভাগের গবেষক গবেষিকাবৃন্দ সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন। কচিকাঁচা ও তাদের অভিভাবকরা প্রবল উৎসাহে যোগদান করেন এই অন্যরকম প্রচেষ্টায়। স্কুল কর্তৃপক্ষের তরফে স্বপন মন্ডল, উদয় দাস, রুনা বেরা, সোনালি বিবি, শামস আল নাহার, সুরজিৎ মাঝি প্রমুখ ভবিষ্যতে এরকম আরো কর্মসূচি নেবার আবেদন জানান।
এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মানস কুমার সান্যাল।