রাস্ট্রপতির গ্রামে বিরসা মুন্ডার জন্মদিন

Spread the love

সঞ্জয় হালদার,

ধরতি আবা ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকীতে মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বাসস্থান গ্রামে উলিহাতু পৌঁছান। তিনি সেখানে ভগবান বিরসা মুণ্ডার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর বংশধরদের সাথে দেখা করেন। রাষ্ট্রপতি খুঁটির জেলা প্রশাসককে বিরসা ওডা (ভগবান বিরসা মুণ্ডার বাড়ি) পুনর্নির্মাণের নির্দেশ দেন। তিনি বলেন, পুরো উলিহাতু অঞ্চলকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে হবে। রাষ্ট্রপতির সাথে, ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বইস, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী, ঝাড়খণ্ডের মন্ত্রী জোবা মাঝিও প্রভু বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানান ৷ উলিহাতুতে পৌঁছে রাষ্ট্রপতি খুব খুশি হয়েছেন, তিনি আবার এখানে আসার ইচ্ছা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *