বুধবার বাদশাহী রোডে এক পথ কুকুর রাস্তার মাঝখানে পড়ে থাকে মৃত অবস্থায় । এলাকাবাসীরা পশু প্রেমি আমির শেখকে খবর দেয়, আমির বলেন -“এই ধরনের অবলা প্রাণীগুলো এক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। শুধু ড্রাইভারদের গাফিলতী কারণে ওনারা যদি একটু দেখেশুনে গাড়ি চালায় তাহলে অবলা প্রাণীগুলো বেঁচে যায়”। জানা গেছে একটি বিড়াল এক্সিডেন্টে মারা যায়। সেটাও পড়ে থাকে। এবং আমির বলেন মৃত প্রাণী পড়ে থাকলে পরিবেশ দূষণ ও যান চলাচলের অসুবিধা হয়। তাই মৃত প্রাণীদের তুলে নিয়ে গিয়ে সমাধিস্থ করলেন।
এবং পশু প্রেমী আমির শেখ নানারকম সমাজ সেবামূলক কাজ ২০০৬ সাল থেকে করে আসছেন। ওনার বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানার মুরাতিপুর গ্রামে। মুরাতিপুর বাজারে একটা ছোট্ট দোকান আছে ওনার। ওনি মানসিক ভারসাম্যহীন মানুষজন এবং পথ কুকুরদের নিয়ে কাজ করেন। তাদের সেবা করা এবং প্রতিনিয়ত খাবার দেওয়ার ব্যবস্থা করে থাকেন । ওনার কোন এনজিও বা টিম নেই, ওনি কোন সরকারি সাহায্য ছাড়াই কাজটা করে থাকেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতা নিয়ে কাজটা করেন। তাই ওনাকে যদি একটু সহযোগিতা করেন তাহলে উনি কাজটা আরো ভালোভাবে করতে পারবেন। এবং পশু প্রেমী আমির শেখর এই কাজে ভাতার এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
রাস্তায় দুর্ঘটনায় মৃত কুকুরদের সমাধিস্থ করে চলেছেন আমীর সেখ
