রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে পথ অবরোধ রাইপুরে
:——-শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া।:——–নতুন রাস্তা নির্মাণে জল দেওয়া ও রাস্তা নির্মাণের কাজ দ্রুত শেষ করার দাবিতে রাইপুর সবুজ বাজার এলাকার এলাকাবাসী পথ অবরোধে সামিল হলেন সোমবার সকালে। বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে রাইপুর সবুজ বাজারে পথ অবরোধ শুরু হয় সকাল ৯:০০ টা নাগাদ কিছুক্ষণের মধ্যেই দুদিকে যাত্রীবাহী গাড়িসহ পন্যবাহী লরি আটকে পড়ে। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা খবর যায় রাইপুর থানা পুলিশের কাছে।রাইপুর পুলিশ প্রশাসন খবর পাওয়া মাত্রই দ্রুত পুলিশ আধিকারিক বৃন্দ এসে হাজির হয়ে অবরোধকারীদের সাথে আলোচনায় বসেন। কিছুক্ষণের মধ্যেই সমাধানের আশ্বাস দেন পুলিশ আধিকারিক বৃন্দ এবং অবরোধ উঠে যায়। এখানে উল্লেখ্য বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়ক সংস্কারের কাজ চলছে কিছুদিন ধরে কাজ শুরু হয়েছে পাথর ও ডাস্ট দিয়ে মাড়াই কাজ চলছে কিন্তু কয়েকদিন ধরে জল না দেওয়ায় ধুলো তে ভরে উঠছে রাস্তাঘাট। যান চলাচল সহ যাত্রী সাধারণের চলাচল বিপদজনক হয়ে উঠছে রাস্তা। তাই নিয়মিতভাবে জল দেওয়া এবং বলে দ্রুত কাজ শেষ করার দাবিতে পথ অবরোধের সামিল হন স্থানীয়রা ।অবরোধে শামিল হয়ে তরুণ দত্ত, জয় নাদ, প্রসেনজিৎ মন্ডল, পথিক বন্ধু লাহা, পিন্টু লাহা প্রশান্ত বাবু রা বলেন আমরা উক্ত দুটি কারণেই পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। যাত্রীবাহী বাসে থাকা পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আধঘণ্টার মধ্যে অবরোধ উঠে যায় যার মূল ভূমিকায় ছিলেন রাইপুর থানা পুলিশ প্রশাসন ।