রাস্তার খানাখন্দ ধানের চারা পুঁতে প্রতিবাদ বিক্ষোভ।

Spread the love

রাস্তার খানাখন্দ ধানের চারা পুঁতে প্রতিবাদ বিক্ষোভ।

সাধন মন্ডল বাঁকুড়া:—-বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের সিমলাপালের বিক্রমপুর মোড়ে ওই রাস্তার উপর ধানের চারা পুঁতে, জমা জলে জলে মাছের চারা ছেড়ে বিক্ষোভ কর্মসূচী বিজেপির। শুক্রবার দলের তালডাংরা মণ্ডল-৩ ডাকে এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব।

সিমলাপাল পঞ্চায়েত সমিতির সদস্য, বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি শৌভিক পাত্র বলেন, আগের তুলনায় রাস্তার অবস্থা আরও খারাপ। দ্রুত সংস্কার না হলে দলীয়ভাবে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও তিনি হুঁশিয়ারী দেন। এখানে উল্লেখ্য বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়ক সংস্কারে প্রায় 140 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। সেই কাজ শেষ হতে না হতেই রাস্তার বেহাল দশা রাস্তা সংস্কারের জন্য বারবার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পথ অবরোধ করা হলেও এখনো পর্যন্ত কোন সূরা হা মেলেনি। অবিলম্বে সংস্কারের কাজ শুরু না হলে জনমানুষে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সম্প্রতি ফুলকুসমা এসআই অফিসেরএকটি অনুষ্ঠানে এসে বিভিন্ন বিভাগের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্বরা রাস্তার দুরবস্থার কথা উল্লেখ করেন। অন্যদিকে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে রাইপুর মন্ডল বিজেপির সদস্যরা রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে স্মারকলিপি দেন। রাইপুর মন্ডলের নেতৃত্ব মানস সর্দার সৌভিক মল্লিকরা বলেন কালীপুজোর মধ্যে যদি রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তাহলে কালীপুজোর পর অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ করা হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *