রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ সারেঙ্গায়।
সাধন মন্ডল,
ইট দিয়ে রাস্তা সংস্কার নয় পিচ রাস্তা করার দাবিতে আজ সারেঙ্গা ব্লকের দাঁড়কিনিতে। প্রায় চার ঘন্টা পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা । উল্লেখ্য চন্দ্রকোনা রোড ফুলবাড়িয়া নদী ঘাট চার নম্বর রাজ্য সড়কে ফুলবেড়িয়া নদী ঘাট থেকে দাঁড়কিনি মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় রয়েছে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি ।সেটি সংস্কারের জন্য বারবার আবেদন নিবেদন জানানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ।সম্প্রতি রাস্তাটিতে ইট দিয়েই সংস্কার করার জন্য ইট নামানো হয়েছে। এতেই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন তাদের দাবি ইট দিয়ে নয় পাথর ও পিচ দিয়ে ডবল লেনের রাস্তা তৈরি হোক এবং সেটি করার ব্যবস্থা করুক পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত সড়ক বিভাগ। এই দাবিতে তারা সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত পথ অবরোধ করেছিলেন ফলে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত ছিল এখানে উল্লেখ্য রাইপুর ব্লক থেকে সোজা পথে সারেঙ্গা ব্লক শহরে যাতা যাতের একমাত্র শর্টকাট রাস্তা এটি । এই রাস্তাটির উপর দিয়ে ফুলবেড়িয়া ,বানপুর বেনাসুলি ,দারকিনি, শীতলপুর , গুড়ে পাড়া, সহ ১০-১২ টি গ্রামের মানুষ যাতাযত করেন।ফুলবাড়িয়া নদীর ঘাট থেকে দাঁড়কিনি পর্যন্ত রাস্তাটি খুবই খারাপ অবস্থায় রয়েছে। আন্দোলনকারীদের মধ্যে চিরঞ্জিত দুলে, পিন্টু বিদ, সুমন রাউত রা বলেন ইট বিছিয়ে রাস্তা তৈরীর করা মানবো না সারেঙ্গা থেকে দাঁড় কিনি পর্যন্ত যেভাবে রাস্তা তৈরি হয়েছে বাকি টুকুও সেই ভাবে তৈরি করা হোক। দীর্ঘ সময় ধরে অবরোধের কারণে সারেঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হলেও কোন সমাধান সূত্র বের হয়নি পরে সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারীকের উদ্যোগে আন্দোলনকারীদের বিডিও অফিসে ডাকা হয় সেখানে বিডিও ফাহিম আলম তিন মাসের মধ্যে রাস্তা সংস্কারের আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায় বলে জানান আন্দোলনকারীদের মধ্যে চিরঞ্জিত দুলে।