রাস্তা সারাইয়ের দাবিতে ফের পথ অবরোধ দুবরাজপুর পৌর এলাকায়

Spread the love

রাস্তা সারাইয়ের দাবিতে ফের পথ অবরোধ দুবরাজপুর পৌর এলাকায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
পৌরসভা এলাকা যেখানে রাস্তা,জল,আলো ঝলমল করার কথা। সেখানে বেহাল দশার চিত্র বারবার ফুটে উঠেছে। এলাকার মানুষজন ফুঁসছে। প্রতিবাদে রাস্তা অবরোধ। কখনো পানীয় জলের জন্য,তো কখনো রাস্তা সংস্কারের জন্য। অনুরূপ আজ শুক্রবার ফের রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিনেমা হল রাস্তার উপর।
জানা যায় দীর্ঘ দিন ধরে দুবরাজপুর পৌরসভার বাইপাস তথা আশ্রম মোড় থেকে সাতকেন্দুরী ভায়া সিনেমা হল রাস্তা একেবারে বেহাল। বিক্ষোভকারীদের বক্তব্য গত তিন বছরে উক্ত রাস্তায় সংস্কারের কাজই হয়নি। এতদিন জোড়াতালি দিয়ে কাজ চালিয়েছে পৌর কর্তৃপক্ষ। যার ফলে ঘনঘন রাস্তা খারাপ হচ্ছে। অসুস্থ রোগী সহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা । পাশাপাশি এলাকায় কোনো টোটো অটো আসতে চায় না। যদিও আসে তখন ভাড়া বেশি দাবি করে শুধু রাস্তা খারাপের জন্য।উল্লেখ্য উক্ত রাস্তাটি সংস্কারের দাবিতে কয়েক মাস আগেই পথ অবরোধ করা হয়েছিল এলাকাবাসীদের পক্ষ থেকে। তখন রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত কিছুই হয়নি। এমনকি রাস্তাটি সংস্কারের জন্য কয়েক গাড়ি মাল ফেলা হলেও কয়েকদিন পর সেটাও রহস্যজনক ভাবে তুলে নিয়ে চলে যায়।তাই বাধ্য হয়ে আজকে ফের পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বলে বিক্ষোভকারীদের বক্তব্য। প্রায় আধ ঘন্টা অবরুদ্ধ হয়ে থাকে দুবরাজপুর শহরের একমাত্র বাইপাস রাস্তা সিনেমা হল রোড। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় দুবরাজপুর থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন।আগামী ১০-১৫ দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। পুলিশের কথায় আশ্বস্ত হয়ে অবরোধ তুলে নেওয়া হয় বলে স্থানীয় বাসিন্দা সেখ ইব্রাহিম জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *