রিপোর্টার্স ফোরাম অফ বেঙ্গল এর দ্বারা আয়োজিত দি বেঙ্গল লিগ্যাসি অ্যাওয়ার্ড ২০২৫ সন্ধ্যায় চাঁদের হাট.
১৩ ই জুলাই ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ বার্থ সেন্টেনারি হলে অনুষ্ঠিত হয়ে গেল দি বেঙ্গল লিগাসি অ্যাওয়ার্ড। ওম ভিগনেশ্বরায় চেরিটেবল ফাউন্ডেশন এর ফাউন্ডার অনির্বাণ দত্ত ও প্রেসিডেন্ট সায়ান্তি ভট্টাচার্যের উদ্যোগে এবং রিপোর্টার্স ফোরামস অফ বেঙ্গল এর আয়োজনে আজকের এই অনুষ্ঠানে এস. আর. বি. নিউজ বাংলার কর্ণধার রাজেন বিশ্বাস কে সম্মানিত করা হয় . বসেছিল চাঁদের হাট, উপস্থিত ছিলেন বহু নামিদামি বিশিষ্ট শিল্পী যারা নিজ নিজ দক্ষতায় মানুষের মনে জায়গা করে নিয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা চলচ্চিত্র অভিনেত্রী মুনমুন সেন, প্রখ্যাত অভিনেত্রী ও প্রখ্যাত নৃত্যশিল্পী মমতা শংকর, প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, অভিনেত্রী চৈতি ঘোষাল, অভিনেত্রী সুদেষ্ণা রায়, বিশিষ্ট অভিনেতা ও এংকার সতীনাথ মুখোপাধ্যায়, অভিনেতা রোহন ভট্টাচার্যী, অভিনেত্রী অনুরাধা মুখার্জী মেন্স ফোরামের কর্ণধার নন্দিনী ভট্টাচার্জি, প্রখ্যাত গায়িকা দেবকি কর্মকার, সায়ন্তন দাস, শান্তনু গুহ ঠাকুরতা, রুপম গুপ্ত, বিশিষ্ট শিক্ষাবিদ সুপর্ণা ঘোষ পাল, বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের এমআইসি দেবরাজ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী ঝুঙ্কু মন্ডল, অনুপ কুমার শ্রীবাস্তব, সুবির ঘোষ, বিমল দাস, পন্ডিত অনিমেষ শাস্ত্রী, পাপড়ি জৈন, কৃষ্ণেন্দু কর্মকার আরো বিশিষ্ট ব্যক্তিবর্গেরা।