রুদ্ধদ্বার বৈঠকের মধ্যে অনুষ্ঠিত খয়রাশোল ব্লক তৃনমুল কংগ্রেসের বিজয়া সম্মিলনী
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
জেলা জুড়ে ব্লক ভিত্তিক শুরু হয়েছে তৃনমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী। অনুরূপ ১৩ ই অক্টোবর সোমবার খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এবং রুদ্ধদ্বার বৈঠকের মধ্যে। যদিও দলীয় কার্যালয়ের বাইরে খোলা মঞ্চ তৈরি করা হয়েছিল কিন্তু সেখানে ফাঁকা অবস্থায় থাকলো ব্যবহার করা গেলো না। এনিয়ে উপস্থিত দলীয় কর্মীদের মধ্যেও শুরু হয়েছে কানাঘুষো। জেলার বিভিন্ন ব্লক এলাকায় খোলা মঞ্চ তৈরি করে বড়সড় সমাগম করে বিজয়া সম্মিলনী হচ্ছে অথচ খয়রাসোল ব্লকের মধ্যে ব্যাতিক্রম। উল্লেখ্য একদা বিজয়া সম্মিলনীর দিনক্ষণ এবং স্থান ঘিরে খয়রাসোল ব্লক তৃণমূল কমিটির মধ্যে শুরু হয় সংঘাত।সেই সংঘাতের জেরে তৎকালীন ব্লক সভাপতি সহ তৃনমূলের একটা অংশ পৃথক ভাবে পথ চলতে থাকে।যা আজও বিচ্ছিন্ন অবস্থায় দূরে সরে আছে। সামনে ২০২৬ বিধানসভা নির্বাচন। বীরভূমের ১১ টি আসনের মধ্যে দুবরাজপুর বিধানসভা কেন্দ্র তৃনমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে।পুনুরুদ্ধারে জোর দেওয়া হয়েছে। এদিন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি , অঞ্চল সভাপতি, ব্লক কমিটি, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সমিতির সভাপতি, সহ সভাপতি সহ বিশিষ্ট কিছু তৃণমূল নেতৃত্বদের নিয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা,কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ,বরাহনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, খয়রাসোল ব্লক তৃণমূল কোর কমিটির সদস্যবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।২০২৬ কে পাখির চোখ করে মূলত বিধানসভা নির্বাচনের দলীয় প্রচার পর্ব শুরু বলা যেতে পারে। সেইসাথে ভোটের রণকৌশল নির্ধারণ বিষয়ক আলোচনা হয় বলে খবর। অন্যদিকে অনুব্রত মণ্ডল খয়রাসোল ব্লক এলাকা থেকে ১৫ হাজার ভোটে লিড দেওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দেন উপস্থিত দলীয় কর্মীদের মধ্যে।