রূপকথা র বিশেষ আকর্ষণ মল্লযুদ্ধ

Spread the love

রূপকথা র বিশেষ আকর্ষণ মল্লযুদ্ধ


নিজস্ব প্রতিনিধি: বাংলা ভাষা ও সংস্কৃতির কথা বলে ” রূপকথা”। প্রতিটি সংখ্যায় বাংলার সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে। এবার ডিসেম্বর সংখ্যায় “রূপকথা” র মলাট ” মল্লযুদ্ধ”। মহাকাব্যের মল্লযুদ্ধ পরে কুস্তি নামে পরিচিত। অলিম্পিকে ভারত অনেকবার কুস্তিতে পদক পেয়েছে। বাংলার কুস্তির ইতিহাস ও খুব গৌরবের।বাংলার কুস্তির প্রচার ও প্রসারে কাজ করে পশ্চিমবঙ্গ কুস্তি সমিতি। ১৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গ কুস্তি সমিতির বার্ষিক সভা হয় কলকাতার নেহরু চিলড্রেনস মিউজিয়াম। এদিন রূপকথা র কুস্তি সংখ্যাটি প্রকাশ করেন অল ইন্ডিয়া কুস্তি ফেডারেশন এর সভাপতি সঞ্জয় কুমার সিং, পশ্চিমবঙ্গ কুস্তি সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অসিত কুমার সাহা, সদ্য নির্বাচিত সভাপতি গৌতম ঘোষ,জেনারেল সেক্রেটারি শোভন চক্রবর্তী ও আরো অনেক। অল ইন্ডিয়া রেসলিং ফেডারেশন এর প্রেসিডেন্ট সঞ্জয় কুমার সিংহ রূপকথা র এই বিশেষ সংখ্যার প্রশংসা করে ইংরিজি ও হিন্দিতে সংখ্যাটি বের করার অনুরোধ জানান। ২৪ পাতার রঙিন ” মল্লযুদ্ধ ” সংখ্যায় রয়েছে, ইতিহাসে মূর্তি আর চিত্রে কুস্তি, ভারতে মল্লযুদ্ধ থেকে কুস্তির প্রসার, বাংলার কুস্তির উন্নতি নিয়ে পশ্চিমবঙ্গ কুস্তি সমিতির প্রাক্তন সভাপতি অসিত কুমার সাহার একান্ত আলোচনা, নানা জেলার কুস্তি সমিতির অবদান, বিখ্যাত বাঙালি যাঁরা কুস্তি করেছেন, বাঙালি সেলিব্রিটি যারা কুস্তি ভালোবাসেন। বিশেষ আকর্ষণ আই সি এম এ আই এর প্রাক্তন সভাপতি মানস কুমার ঠাকুরের কিংবদন্তি শিল্পপতি রতন টাটার স্মরণ।
পশ্চিমবঙ্গ কুস্তি সমিতির নতুন পরিচলন সমিতি:
এদিনের সভায় পশ্চিমবঙ্গ কুস্তি সমিতির নতুন কমিটি গঠন হয়। এই কমিটিতে রয়েছেন:প্রেসিডেন্ট:- গৌতম ঘোষ
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট:- অসিত কুমার সাহা,জেনারেল সেক্রেটারি:- শোভন চক্রবর্তী
ট্রেজারার:- শম্পা পোদ্দার ,
ভাইস প্রেসিডেন্ট ১) অরুণাংশু সাহা ২) অনিল কুমার শর্মা ( বি.এস.এফ)৩) শ্বেতা দুবে ৪) প্রেম প্রকাশ সিং
জয়েন্ট সেক্রেটারি:- ১) ভরত রায় ২) নন্দন দেবনাথ ,,এক্সিকিউটিভ মেম্বার:- ভাস্কর দাস,প্রশান্ত বর্মন,শুভ বিশ্বাস, দেবাশিস চক্রবর্তী,আশীষ কুমার রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *