রেওয়া ফিল্মসের উদ্যোগে দ্বিতীয় রেওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Spread the love

রেওয়া ফিল্মসের উদ্যোগে দ্বিতীয় রেওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিশিষ্ট চিত্রপরিচালক সন্দীপ রায় রেওয়া ফিল্ম ফেস্টিভ্যালের জন্য পাঠিয়েছিলেন তাঁর শুভেচ্ছা বার্তা। অজিতেশ মঞ্চে এই চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হল। রেওয়া ফিল্মসের উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও লেখক সত্যপ্রিয় মুখোপাধ্যায়, আন্তর্জাতিক ফিল্ম সেন্টারের সিইও ইউনুস মোল্লা এবং লেখক সুপ্তা আঢ্য। সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নৃত্য আলেখ্য ‘ঋতুরঙ্গ’ পরিবেশন করেন শর্মিলি বিশ্বাস ও তাঁর ড্যান্স ট্রুপ। ভাষ্যপাঠে ছিলেন স্নেহাশিস রায় ও তাঁর গ্রুপ। সঙ্গীত পরিবেশন করেন জি বাংলা সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী অরিত্র দাশগুপ্ত। প্রদর্শিত ছাব্বিশটা ফিল্ম ও মিউজিক ভিডিওর ডিরেক্টর অভিনেতা, সিনেমাটোগ্রাফারদের পুরস্কৃত করা হল। পুরস্কৃত হল ‘সিক্সথ ডাইমেনশন’, ‘প্রেম বিরহ’, ‘খুচরো’, ‘স্বামী’, ‘রাজশ্রী তোমার জন্য’, ‘রক্তিম পলাশ’, ‘মায়াবৃক্ষ’, ‘এপয়েন্টমেন্ট লেটার’, ‘বাবা’, ‘পৌরুষ’, ‘সুখের খোঁজে’, ‘মন’, ‘নয়নতারা’, ‘পড়ন্ত বেলা’, ‘ফাঁদ’, ‘নবদিশা’, ‘ভূ-স্বর্গ কাশ্মীর’, ‘অপেক্ষা’, ‘কানহা তু স্পন্দন’, ‘তোমাতেই শুরু তোমাতেই শেষ’, ‘আমাদের প্রেম’, ‘ইয়ে এহসাস ভাগে’, ‘গনপতি বাপ্পা মোরিয়া’, ‘মধুমালতী ডাকে আয়’, ‘আমি তো ইচ্ছে করে’, ‘তোমার কথা ভাবছি যখন’। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ছিলেন ফেস্টিভ্যাল ডিরেক্টর নির্মাল্য বিশ্বাস, সভাপতি মণিদীপা চক্রবর্তী, সেক্রেটারি জয়িতা বল চ্যাটার্জী এবং মুখপাত্র রাজশ্রী বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *