রেলের মাল গোদাম শ্রমিক দের নিয়ে বি আর এম জি এস ইউ র ওয়ার্কসপ।

Spread the love

রেলের মাল গোদাম শ্রমিক দের নিয়ে বি আর এম জি এস ইউ র ওয়ার্কসপ।


কলকাতা। ২৯-০৩-৩০২৫
আজ ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়নের (বি আর এম জি এস ইউ) উদ্যোগে মাল গোদাম শ্রমিক দের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছিল কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের অডিটোরিয়াম হলে।এই শ্রমিকরা ব্রিটিশ শাসিত সময় থেকেই আর্থিক ও সামাজিক ভাবে বঞ্চিত। এরা ঠিকাদারদের অধিনে রেলের মাল লোডিং ও আনলোডিং এর কাজ করে থাকে। যদিও রেল কতৃপক্ষ এই কাজের জন্য যথেষ্ট মজুরি দিয়ে থাকেন কিন্তু লেবাররা তার ২৫ শতাংশের কম পান। ড: পরিমল কান্তি মন্ডল, বি আর এম জি এস ইউ র সর্বভারতীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা দীর্ঘ লড়াই চালিয়ে যান এই বঞ্চিত শ্রমিক দের ন্যায্য অধিকার আদায়ের। অবশেষে শ্রমিক দের এই আন্দোলনে পরিমল বাবুর নেতৃত্বে জয় হয় এবং ভারত সরকারের শ্রম দফতর এই শ্রমিকদের জন্য চার বছরের এরিয়ার ও নুন্যতম মজদুরি মঞ্জুর করে।এ ছাড়া ই পিএফ এবং ইএসাই, পেনসন, ব্যিমা ইত্যাদি সুবিধা অতিশীঘ্র চালু করার আদেশ দেয়। আজকের অনুষ্ঠানে শ্রমিক ও তাদের প্রতিনিধি দের বিভিন্ন গুড সেডের সম্মানিয় পদে নির্বাচিত করা হয়। এপয়েন্টমেন্ট লেটার হস্থান্তরিত করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য নির্বাচন করে দেওয়া হয়। উউপস্থিত সকলে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালনে অঙ্গিকার বধ্য হন এবং সংগঠন ও সাধারণ শ্রমিক দের সার্থে কাজ করার অঙ্গিকার বধ্য হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *