কাজল মিত্র,
:-সরকারের নির্দেশে সকলকে নির্ধারিত পরিমাপ অনুসারে রেশন দেওয়ার নিয়ম থাকলেও রেশন ডিলারদের তরফে রেশন উপভোক্তা দের নির্ধারিত পরিমাণ রেশন না দেওয়ার কারণে এলাকার মহিলারা কুলটি রেশনিং বিভাগের কার্যালয়ে গিয়ে অভিযোগ দায়ের করেন।এদিন কুলটির বাসিন্দা এক কার্ডধারক কুন্তি দেবী শর্মা বলেন যে আমাদের পরিবারে 9 সদস্যের জন্য 9 টি কার্ড রয়েছে। দোকানদার মাত্র ৩ জন সদস্যকে রেশন দেয়।তাদের পরিবারের বাকি ৪ টি রেশন কার্ডের রেশন তাদের দেওয়া হয়না।পটিয়ানার বাসিন্দা জাহিদ খান জানান যে তার কাছে ৫ টি রেশন কার্ড রয়েছে।কিন্তু তিনি মাত্র ২ টি রেশন কার্ডের রেশন পেয়েছেন।রেশন দোকানদারের কার্ডধারকদের রেশনকম দিয়ে সেই রেশন বাজারে বিক্রি করার অভিযোগ উঠে আসছে। এই বিষয়ে রেশন বিভাগের আধিকারিক জানিয়েছেন যে তদন্ত করে দেখা হবে।রাজ্য সরকার সমস্ত রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দেওয়ার নির্দেশ দিয়েছে।রেশন দোকানদারদের এইকাল বাজার বন্ধ করতে অভিযান চালু করেছে ।