রোটারীর উদ্যোগে ট্রেনিংপ্রাপ্ত সেবিকাদের শংসাপত্র প্রদান
সৌরভ দত্ত, কলকাতা : স্বাস্থ্যই সম্পদ । অসুস্থ হলে যেমন ডাক্তারের প্রয়োজন, তেমনই সঠিক রক্ষণাবেক্ষণের জন্য সেবিকা (নার্স)-র প্রয়োজন।
বর্তমান স্বাস্থ্য পরিষেবায় নার্সের ঘাটতি আছে।
সেই ঘাটতি পূরণ করতে অগ্রনী ভূমিকা নিয়েছে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১। রোটারী ক্লাবের উদ্যোগে সেন্টজন অ্যাম্বুলেন্স-এর সহযোগিতায় ৬মাস প্রাকট্রিক্যাল ট্রেনিং ও ৬মাস থিওট্রিক্যাল ট্রেনিং দেওয়া হয়।
১৪ নভেম্বর নেহেরু চিলড্রেন মিউজিয়ামে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড নার্সিং-এ দ্বিতীয় বর্ষের ১৭জন
থিওট্রিক্যাল ট্রেনিংপ্রাপ্ত ছাত্রীদের শংসাপত্র প্রদান করা হয়।উপস্থিত ছিলেন দেবী প্রসাদ বসু,সুবিমল ভট্টাচার্য,রজনী মুখার্জী,অমিতাভ বোস প্রমুখ।
অতি স্বল্প খরচে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১। ২০২৫ সালের তৃতীয় বর্ষের থিওট্রিক্যাল ট্রেনিং শুরু হবে জানুয়ারি মাস থেকে। সপ্তাহে তিন দিন।