আমিরুল ইসলাম,
লকডাউনের মধ্যেও ভাতারে মুরাতিপুরে বাদশাহী রাস্তা অবরোধ, রাস্তার দাবিতে।
গতকাল সন্ধ্যা থেকে ভাতার ব্লক এ ঘূর্ণিঝড় ইয়াসের যেরে প্রবল বৃষ্টিপাত শুরু হয়।
আজ সকাল দশটা পর্যন্ত চলে এই বৃষ্টিপাত।
যার জেরে কমবেশি ভাতার ব্লক এ 50 টিরও বেশী কাঁচা বাড়ি ভেঙে পড়েছে।
ভাতারের মুরাতিপুর গ্রামে ফকিরডাঙ্গা পাড়ায় ভেঙে পড়েছে প্রায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আরো তিনটে বাড়ি।
ওই পাড়ায় দুটি মেন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে।
এরপর গ্রামবাসী ভাতারের জাতীয় সড়ক বাদশাহী রাস্তা অবরোধ করে বসে প্রায় 10 মিনিট ধরে চলে অবরোধ।
লকডাউন এরমধ্যেও রাস্তা অবরোধ কড়াই প্রশ্নের মুখে পড়ে গ্রামবাসী।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে আসে নিত্যানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী।
গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলীর আশ্বাসে ওঠে অবরোধ।
তিনি বেশি ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ির পরিবারকে বলেন তাদের বাড়ি ছেড়ে কন্ট্রোল রুমে চলে যেতে।
মূলত মুরাতিপুরের হানুফা বিবি, দিলওয়ারা বিবি, জারিয়া বিবির ঘর ভেঙে পড়েছে।
পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত বাড়ি গুলিকে যত শিগগির সম্ভব মেরামতি করে দেওয়ার আশ্বাস দেন।
সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়ে ওই পাড়া দুটি রাস্তা মানুষজনদের যাতায়াত করতে দারুণ কষ্ট হচ্ছে।
মুরাতিপুর গ্রামের ৫৪ নম্বর সংসদ এটি।
পঞ্চায়েত সদস্য দিকে অভিযোগ তুলে সংসদের মানুষজন।
সব মিলিয়ে ভাতারের মুরাতিপুর গ্রামে লকডাউন এরমধ্যে ও রাস্তা অবরোধ