আমিরুল ইসলাম,
লকডাউনে ব্যবসায় মন্দা,এই নিয়ে স্বামী স্ত্রীর আর্থিক দুরবস্থা নিয়ে পারিবারিক বিবাদ।শেষ পরিণতি, আত্মঘাতী স্বামী।পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন মঙ্গলকোটের ইচ্ছাবটগ্রামের এক যুবক, এলাকায় শোকের ছায়া।মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ইচ্ছাবট গ্রামের এক ফল ব্যবসায়ী পারিবারিক অশান্তির জেরে নতুনহাটের নিজের দোকানেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।ওই যুবকের নাম উৎপল দাস (৩০) ।মৃত উৎপল দাসের স্ত্রী পুতুল দাস জানান, -“কদিন ধরেই বাড়িতে অশান্তি হচ্ছিল। বেশ কয়েক জায়গায় ঋণগ্রস্ত হয়ে গেছিলেন স্বামী। গতকাল রাত্রে আমাদের ঝগড়া হয়।তবে এই ভাবে আত্মহত্যা করবে ভাবতে পারিনি। এখন আমি সংসার চালাবো কি করে?”মৃতদেহ তার দোকান থেকে উদ্ধার করে এনেছে মঙ্গলকোট থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এর জন্য কাটোয়ায়।চলতি লকডাউনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ফল ব্যবসায়ী। যার জেরে বিভিন্ন জায়গায় ঋণ নিয়েছিল ওই যুবক।টাকা পরিশোধ নিয়ে স্বামী স্ত্রীর পারিবারিক বিবাদ চলে গত সোমবার রাতে।এরপরই বাড়ি থেকে দু কিমি দূরে মঙ্গলকোটের নুতনহাট এলাকায় দোকানে গলায় দড়ি দেয় এই যুবক। মৃত্যুর সংবাদ জেনে মৃতের স্ত্রী মঙ্গলকোট থানার সামনে রাস্তায় চলন্ত এক লরির সামনে আত্মহত্যার জন্য ছুটে যায়।তবে লরির গতিবেগ কম থাকায় অল্পবিস্তর আহত হয় মৃতের স্ত্রী।

 
			 
			 
			