লকডাউনের প্রথম দিনে সরকারের জারি করা নির্দেশিকা গুলি ভঙ্গ করতে দেখা গেলো বিভিন্ন বাজার হাটে :-
কাজল মিত্র,
:- পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গতকালই রাজ্যের মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন ১৬মে থেকে পশ্চিমবঙ্গে কড়াকড়ি ভাবে লকডাউন শুরু হবে ৩১শে মে পর্যন্ত।কিন্তু লকডাউনের প্রথম দিনেই দেখা গেল পুলিশকে কড়া হাতে হাল ধরতে। রূপনারায়ণপুর বাজার,দেন্দুয়া বাজার, দোমাহানি বাজার সর্বত্রই দেখা গেল সরকারি নির্দেশিকা অমান্য করা ছবি।
এইদিন পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সমস্ত সাধারণ মানুষকে সচেতন করা হয়।তারা মাইকিং করে সাধারণ মানুষদের বার্তা দেওয়া হয় যে অযথা কেউ বাড়ির বাইরে বেরোবেন না ও সকাল দশটার পর বাজারে কেউ আসবেন না কিন্তু পুলিশের মাই কিং করা সত্ত্বেও সরকারি নির্দেশিকা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে সাধারণ মানুষ অনায়াসে বাজারে রাস্তায় ঘুরতে দেখা গেল।অবশেষে পুলিশের তৎপর হয়ে তাড়া দিয়ে দোকানপাট বন্ধ করল । রুপনারায়নপুর সবজি বাজারে দেখা গেল বহু মানুষের ভিড় কেও কেও মাস্ক ছাড়াই বাইরে দেখা মিলল ।পুলিশ আসতেই সকলে এদিক ওদিক পালাতে শুরু করে ।তাছাড়া সরকারের দেওয়া নির্দেশ অমান্য করে বেসরকারি কল কারখানা গুলিও খুলে রেখেছিল। যেখানে পরিস্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিলো আজ থেকে ৩০মে পর্যন্ত সমস্ত কল কারখানা বন্ধ থাকবে কিন্তু সালানপুর ও কুলটি থানার অন্ত র্গত কদভিটা এলাকায় অবস্থিত ইক্সপেক্স,জাগদম্বা,সিটি গোল্ড সহ বিভিন্ন প্রাইভেট স্টিল প্লান্ট গুলি খোলা রয়েছে।