লকডাউন সফল করতে তৎপর মঙ্গলকোট পুলিশ

Spread the love

আমিরুল ইসলাম


লকডাউন সমর্থনে সারাদিন বিশেষ নজরদারি চালানো মঙ্গলকোট থানার পুলিশ।

পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে মঙ্গলকোট থানার উদ্যোগে আজ প্রথম দিনের লকডাউন সমর্থনে সকাল থেকেই পথে নেমেছিল মঙ্গলকোট থানার পুলিশ। সারাদিন নজরদারি চালানো মঙ্গলকোটের বিভিন্ন এলাকাই। মানুষের বক্তব্য প্রায় 90% সফলতা অর্জন করেছে মঙ্গলকোটের লকডাউন।

মঙ্গলকোটের বাসিন্দা মিহির ঘোষ জানান,আগামী দিনগুলোতে পুলিশ এই ভাবেই নজরদারি চালালে 100% লকডাউন সফল হবে।
মানুষ এইভাবে লকডাউন কে সমর্থন করলে খুব তাড়াতাড়ি করোনা ভাইরাস আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *