লক্ষাধিক বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিল স্বেচ্ছাসেবী সংস্থা
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
মানুষের সীমাহীন লোভ, নির্বুদ্ধিতা ও স্বার্থপরতার হাত ধরে গত কয়েক বছর ধরে পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন বেড়েই চলেছে। পরিবেশবিদদের মতে একমাত্র সবুজ গাছ এই সমস্যার হাত থেকে বিশ্বকে রক্ষা করতে পারে। কিন্তু সেসব তোয়াক্কা না করে উন্নয়নের নামে চলছে বেপরোয়া বৃক্ষচ্ছেদন। ঠিক এই পরিস্থিতিতে 'সবুজায়ন বৃক্ষরোপণ' কর্মসূচির মাধ্যমে আগামী ১২ বছরে রাজ্যের বিভিন্ন এলাকায় ৫ লক্ষাধিক বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিল ডায়মণ্ডহারবারের স্বেচ্ছাসেবী সংস্থা স্বামী বিবেকানন্দ কালচারাল ফোরাম। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে তাদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় এবং সৌন্দর্যবৃদ্ধির লক্ষ্যে এলাকায় বেশ কয়েকটি পলাশ চারা রোপণ করা হয়।
ফোরামের সম্পাদক পঞ্চানন ব্যানার্জ্জী বললেন, আমাদের সংস্থা পরিবেশ রক্ষার জন্য এবং পৃথিবীকে দূষণ মুক্ত করার লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলি পরিচর্যা করার চেষ্টা করে চলেছে। সাধারণ মানুষের কাছে তার আবেদন, আপনারা বৃক্ষরোপণ করতে না পারলেও সেগুলি ছেদন করবেন না এবং দয়া করে নিজ নিজ এলাকার বৃক্ষগুলি পরিচর্যা করার চেষ্টা করুন। এরফলে পরিবেশ যেমন দূষণ মুক্ত হবে তেমনি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।