লক্ষ্মীপূজার খিচুড়ি প্রসাদ খেয়ে মৃত ১ শিশু, অসুস্থ ১৬ জন, রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বীরভূমের রাজনগরে লক্ষ্মীপূজার খিচুড়ি প্রসাদ খেয়ে মৃত্যু হল এক শিশুর এবং অসুস্থ হয়ে পড়ে ১৬ জন। জানা যায় রাজনগরের মালিপাড়া গ্রামে লক্ষ্মী পূজা উপলক্ষে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল। গত সোমবার দিন রাজনগরের মালিপাড়া এবং পার্শ্ববর্তী ছোটবাজার গ্রামের বেশ কিছু মানুষ ওই খিচুড়ি প্রসাদ খান এবং খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তারা। এর মধ্যে এদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু সেখানেই অসুস্থদের মধ্যে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়। অসুস্থ সবাইকেই রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজনগর থানার পুলিশ।ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।শিশু মৃত্যুর এই ঘটনায় শোকাহত হয়ে হার্ট অ্যাটাক করে মারা যান মৃত পার্বতী বাগ্দীর দাদু সাধু বাগ্দী নামে এক বয়স্ক ব্যক্তি। একই পরিবারের দুইজনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।