লাখুড়িয়া আউটপোস্ট চালু হলো

Spread the love


মঙ্গলকোটের লাখুরিয়া পুলিশ আউট পোষ্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুলিশ সুপার ও বিধায়ক।

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের চারটি অঞ্চল কে নিয়ে নতুন ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার।
লাখুরিয়া গ্রামে।
এই পুলিশ আউট পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন
পুলিশ সুপার সায়ক দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়ার এস,ডি,পি,ও কাশিনাথ মিস্ত্রি, মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী,
মঙ্গলকোট ব্লকের বিডিও অনা মিত্র সোম, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী, মঙ্গলকোট থানার আই,সি মধুসূদন ঘোষ, কৈচর ফাঁড়ির আইসি মৃদুল ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন লাখুরিয়া হাঁড়ির নতুন আইসি সোহেল আহমেদ।
তাছাড়া উপস্থিত ছিলেন মঙ্গলকর থানার সমস্ত পুলিশ আধিকার, ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার।

এলাকার মানুষ এই ফাঁড়ি হাওয়ায় দারুণ খুশি।

বিধায়ক অপূর্ব চৌধুরী জানান,
প্রশাসন প্রশাসনের কাজ করবে।
জনসাধারণ অবশ্যই প্রশাসনকে সাহায্য করবে।
পুলিশ সুপার জানান,
এখানে জেনারেল ডায়েরি করা হবে,
এখানে আলাদা মোবাইল ভ্যান থাকবে,
এবং নতুন ফোন নাম্বার থাকবে আই,সির
যে নাম্বারটি হল ৯০৪৬২৫৪৯৭৫।
সমস্ত রকম অভিযোগ এখানে নেওয়া হবে।

লাখুরিয়া ভূমি দাতা উত্তম ঘোষ ও গৌতম ঘোষকে বিশেষ সম্বর্ধনা জানানো হয় আজকের এই অনুষ্ঠানে।

মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *