কবিরুল ইসলাম,
, গত ফেব্রুয়ারির মাসের শেষের দিকে হাওড়া স্টেশনে ইতস্ততভাবে ঘুরাঘুরি করতে থাকা এক নাবালিকা কে উদ্ধার করেছিল চাইল্ডলাইনের প্রতিনিধিরা।পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে লিলুয়া হোমে রাখা হয়েছিল। বীরভূমের লাভপুরের ওই নাবালিকার পরিবার রাজ্য আইনী পরিষেবা কেন্দ্রে ‘নিখোঁজ’ মেয়ে কে ফিরে পাবার আবেদন জানায়। এরপর হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রে ( ডিএলএসএ) এই হোমের হেফাজতে থাকা নাবালিকার সন্ধান মেলে।বীরভূমের জেলা আইনী পরিষেবা কেন্দ্রের প্রতিনিধিরা চাইল্ডলাইনের প্রতিনিধিদের সাথে গত বৃহস্পতিবার আসেন হাওড়া জেলা আদালত চত্বরে। সেখানে হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিসে ওই নাবালিকা কে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।আইনী পরিষেবা কেন্দ্রের তরফে প্রসেনজিৎ ভট্টাচার্য জানিয়েছেন – ” ওই নাবালিকা কে তাদের পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা খুশি। চাইল্ডলাইন সহ যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের ধন্যবাদ “।