লোকগানের মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন,লোকপুর থানার
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- পথ চলতি মানুষজনের মধ্যে দৈনন্দিন পথ দূর্ঘটনার হার বেড়েই চলেছে।যারপরনাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির বাস্তবায়নে তথা পথ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ প্রশাসন নিয়মিত প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন।সেরূপ বুধবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার পরিচালনায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হয় লোকগানের মাধ্যমে।
সাবধানে গাড়ি চালান,জীবন বাঁচান।নিজে বাঁচুন, অপরকে বাঁচান।এরূপ বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত ব্যানার সহযোগে লোকপুর নীচু বাসষ্ট্যান্ডে লোকগানের মাধ্যমে পথ চলতি মানুষজনদের সচেতনতা বৃদ্ধি করা হয়।লোকপুর থানার ওসি পার্থ ঘোষ অনুষ্ঠানের শুভসূচনা করেন এবং এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা সহ সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে স্বরচিত গান পরিবেশন করেন স্থানীয় লোকশিল্পী নারায়ণ কর্মকার।স্থানীয় সমাজসেবী দীপক শীল বক্তব্য রাখতে গিয়ে বলেন তার পুত্র হেলমেট ছাড়া বাইক চালাতে গিয়ে প্রান হারান।সেই শোকাহত কাহিনী বর্ননা করেন এবং অন্যদেরকে হেলমেট সহ আইন মেনে গাড়ি চালানোর অনুরোধ করেন।এছাড়াও ট্রাফিক আইন সম্পর্কে বক্তব্য রাখেন লোকপুর থানার এএসআই নয়ন ঘোষ। তাছাড়া বক্তব্য রাখেন সমাজসেবী দেবদাস নন্দী,অনুদয় বাউরি সহ আরো অনেকে।এদিন প্রচার অভিযানে মাইকিং করে গাড়ি চালকদের উদ্যেশ্যে বার্তা দেওয়া হয় যে, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার,চারচাকার ক্ষেত্রে সিট বেল্ট ব্যবহার ,দ্রুতগতিতে গাড়ি না চালানো,কানে হেডফোন দিয়ে ও মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো,ট্রাফিক আইন মেনে চলা ইত্যাদি বিষয়গুলি তুলে ধরা হয়।