লোকপুর এলাকায় বিস্ফোরণ-কাণ্ডে জড়িতদের সন্ধান পেতে মাথা পিছু একলক্ষ টাকা পুরস্কার ঘোষণা
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- গত ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর খয়রাশোল ব্লকের লোকপুর থানার গাংপুর গ্রামে বাবলু মন্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটে।বিষ্ফোরণের তীব্রতা এত বেশি জোরালো ছিল যে টিনের ছাউনি পর্যন্ত উড়ে যায়। সেই বিস্ফোরণ কান্ডের তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এন আই এ। ঘটনায় নাম জড়িয়ে পড়ে বাড়ির মালিক নিরঞ্জন মন্ডল ও মৃত্যুঞ্জয় মন্ডলের। পুলিশ দীর্ঘদিন ধরে তাদের সন্ধান করতে না পারায় শেষ পর্যন্ত তাদের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করেন। সেই মর্মে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এন আই এ )এর পক্ষ থেকে বুধবার গাংপুর গ্রামে তাদের বাড়ি সহ বিভিন্ন জনবহুল এলাকায় উক্ত দুজনের নামে রঙিন ছবি সহ পোস্টার সাটানো হয়। সেখানে উল্লেখ করা হয় যে,
খয়রাশোল ব্লকের লোকপুর থানার গাংপুর বিস্ফোরণ-কাণ্ডে জড়িতদের মাথা পিছু আর্থিক পুরস্কার প্রদান করা হবে দুই নিরুদ্দেশের সন্ধান দিতে পারলে।প্রত্যেকের জন্য এক লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে পোস্টারে। এমনই পোস্টার পড়লো গাংপুর গ্রামে। আর এই পোস্টার দেখে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় ।