লোকপুর থানার উদ্যোগে “সেফ ড্রাইভ, সেভ লাইফ”- কর্মসূচি পালন
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- “ঘুরছে চাকা ব্যস্ত মন, এখন কেন কানে ফোন”। “ঢাকা থাকুক মাথা, সুরক্ষায় শেষ কথা”- হ্যাঁ, এধরনের নানান সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও মাইকিং সহযোগে একটি শোভাযাত্রা বের হয় রবিবার। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় এদিন থানা চত্বর থেকে শোভাযাত্রাটির শুভসূচনা করেন লোকপুর থানার ওসি অশোক সিংহ মহাপাত্র। পরে শোভাযাত্রাটি লোকপুর বাসষ্ট্যান্ড, বাজার, হাটতলা সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। “সেভ ড্রাইভ,সেফ লাইফ”- কর্মসূচির অংশ হিসেবে পথ চলতি সহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত আজকের এই কর্মসূচি বলে জানা যায়। এদিন “সেভ ড্রাইভ, সেফ লাইফ”- কর্মসূচির শোভাযাত্রায় হাঁটেন লোকপুর থানার এএসআই সত্যেন সাহা, এএসআই প্রশান্ত রায় সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়ার বৃন্দ।